লাখ টাকার পুজোর উপহার! হাতে পেয়েই শো অফ করলেন উত্তেজিত মিমি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই ভ‍্যাকসিন বিতর্কে চরম নাকাল হতে হয়েছিল মিমি চক্রবর্তীকে (mimi chakraborty)। ভুয়ো ভ‍্যাকসিন নিয়ে নিজে অসুস্থ তো হয়েছিলেনই সেই সঙ্গে অন‍্যান‍্য আমজনতা যারা তাঁর সঙ্গে ওই ভুয়ো ভ‍্যাকসিন নিয়েছিলেন তাদের চিন্তায় ঘুম উড়েছিল সাংসদ অভিনেত্রী। এই কাণ্ডের জন‍্য কটাক্ষও কম শুনতে হয়নি তাঁকে।

তবে এখন সময় বদলেছে। দুঃসময় কেটে সুসময় এসেছে মিমির। নতুন উদ‍্যোগে রাজনীতি থেকে অভিনয় কেরিয়ার সামলাচ্ছেন। একের পর এক ছবিতে সাইন করছেন মিমি। পরিচালক অরিন্দম শীলের ‘খেলা যখন’ ছবির শুটিং শেষ করেছেন সম্প্রতি। তারপর পরই নতুন ছবির কাজ নিয়ে মাঠে নেমে পড়েছেন অভিনেত্রী।


পরিচালক মৈনাক ভৌমিকের ‘মিনি’ ছবির শুটিং শুরু করেছেন মিমি। প্রকাশ‍্যে এসে গিয়েছে প্রথম পোস্টারও। চরম ব‍্যস্ততার মধ‍্যে দিন কাটছে সাংসদ অভিনেত্রীর। তার মধ‍্যেই আরো এক সুখবর শেয়ার করে নিয়েছেন তিনি। লাখ টাকার উপহার হাতে নিয়ে শো অফ করতে দেখা গিয়েছে মিমিকে।

পুজো আসতে এখনো কয়েক সপ্তাহ দেরি। কিন্তু মিমির পুজোর উপহার কিন্তু ইতিমধ‍্যেই হাজির। উত্তেজনায় সেই ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ারও করে নিয়েছেন মিমি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই মহামূল‍্য উপহার হাতে নিয়ে শো অফ করেছেন তিনি। জানেন কি সেই উপহার?


অ্যাপলের নতুন আইফোন ১৩ ফোন এসে গিয়েছে মিমির হাতে। গত শুক্রবারই ভারতে লঞ্চ করেছে এই নতুন আইফোন। আর তার পরেই তা হাতেও পেয়ে গিয়েছেন অভিনেত্রী। তবে এ ফোনের দাম শুনলে ভিরমি খেতেই পারেন! ভারতে নতুন আইফোন ১৩ র দাম শুরু হচ্ছে ৭৯,৯০০ টাকা থেকে। স্পেসিফিকেশন ROM ১২৮ জিবি। স্পেসিফিকেশন যত বাড়তে সেই অনুযায়ী বাড়তে থাকবে টাকার পরিমাণও। সর্বাধিক স্পেশিফিকেশন যুক্ত আইফোন ১৩ র দাম এক লক্ষেরও বেশি।

নিজের নতুন আইফোনের ছবি শেয়ার করে মিমি লিখেছেন, ‘হ‍্যাঁ এটা আইফোন ১৩। এটুকু শো অফ তো চলতেই পারে।’ তবে ফোনটি কারোর থেকে পুজোর উপহার পেয়েছেন নাকি মিমি নিজেই নিজেকে উপহার দিয়েছেন তা অবশ‍্য জানাননি।

X