বাংলা হান্ট ডেস্কঃ ভুয়ো IAS অফিসার দেবাঞ্জনের ভুয়ো টিকাকরণ ক্যাম্প থেকে টিকা নিয়েছিলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। ঘটনার খবর জানাজানি হতেই তিনি ক্ষোভে ফেটে পড়েন। এরপর শুক্রবার রাতেই তাঁর প্রচণ্ড পেটে ব্যথা শুরু হউ। শনিবার সকালে ডাক্তার গিয়ে তাঁকে দেখে আসেন। প্রাপ্ত খবর অনুযায়ী, সিভিয়ার ডিহাইড্রেশন রয়েছে মিমির। তাঁর রক্তচাপও কমে গিয়েছে।
এর আগে লিভার পরীক্ষা করাবে বলে জানিয়েছিলেন তৃণমূল সাংসদ। তবে ভুয়ো টিকার নেওয়ার পর আজ সে আবারও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই তারকা সাংসদ। তবে ভুয়ো ভ্যাকসিন নেওয়ার জেরেই কি তিনি অসুস্থ হয়ে পড়েছেন কি না, সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তবে সংশয় থেকেই যাচ্ছে।
ভুয়ো টিকাকেন্দ্রের খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এছাড়াও একাধিক তৃণমূল নেতা সাংসদদের সঙ্গে ভুয়ো টিকাকাণ্ডের মূল পাণ্ডা দেবাঞ্জন দেবের সঙ্গে ছবি ফাঁস হতেই অস্বস্তিতে পড়েছে শাসক দল। আর তাঁর মধ্যে মিমি আচমকাই অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে।