ব্রাহ্মণ হয়েও মাজারে গিয়ে চাদর চড়ানো! মিমিকে ধর্ম বদলে ফেলার পরামর্শ কট্টরপন্থীদের

বাংলাহান্ট ডেস্ক: কয়েক মাস আগের ছবিটার আবার পুনরাবৃত্তি ঘটল। শুধু বদলে গিয়েছে মানুষদুটো। আগের বার মাজারে যাওয়ার জন‍্য সমালোচনার শিকার হয়েছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। এবার সেই জায়গায় এলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। অভিনেত্রী সাংসদকে ধর্ম বদলে নেওয়ার পরামর্শও দেওয়া হল।

কর্মসূত্রে কলকাতায় থাকলেও উত্তরবঙ্গের মেয়ে মিমি। কাজের ফাঁকে সুযোগ পেলেই নিজের দেশের বাড়িতে ঘুরে যান তিনি। সময় কাটান পরিবারের সঙ্গে। নতুন ছবি ‘মিনি’ মুক্তি পেয়ে গিয়েছে। কাজের চাপ অনেকটা কম। তাই এই সুযোগে নিজের বাড়িতে চলে গিয়েছেন অভিনেত্রী।

Mimi Chakraborty Biography Career Family Boyfriend Net worth More
সেখানেই হলদিবাড়িতে হুজুর সাহেবের মাজারে গিয়ে চাদর চড়ান মিমি। সাদা ও গোলাপি সালোয়ার কামিজে ছিমছাম সাজে দেখা মেলে তাঁর। ওড়না দিয়ে ঢেকে রেখেছিলেন মাথা। সঙ্গে গিয়েছিল মিমির ছোট্ট বোনঝিও। একগুচ্ছ ছবি সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিমি।

আর তারপরেই রে রে করে তেড়ে এসেছেন কয়েকজন কট্টরপন্থী। কেউ কটাক্ষ করলেন ‘সেক‍্যুলার ডগ’ বলে। কেউ আবার ধর্ম পরিবর্তন করে নেওয়ার পরামর্শ দিলেন মিমিকে। ব্রাহ্মণ হয়েও মাজারে যাবেন কেন মিমি? প্রশ্ন নেটনাগরিকদের একাংশের। ঠিক যে প্রশ্নের মুখে ইদের সময়ে পড়েছিলেন রাজ চক্রবর্তী। টুপি পরে মাজারে যাওয়ায় কটুক্তিতে ভরে গিয়েছিল তাঁর পোস্টের কমেন্ট বক্স।

IMG 20220531 174144IMG 20220531 174156
মিমি অবশ‍্য পাত্তা দেননি। কোনো প্রতিক্রিয়াও দেননি। অনেকদিন পর নিজের বাড়িতে গিয়েছেন তিনি। বোনঝিকে আদরে আদরে ভরিয়ে দিতেই ব‍্যস্ত অভিনেত্রী। পর্দার মতো বাস্তবেও মাসি বোনঝির মিষ্টি কিছু মুহূর্ত সোশ‍্যাল মিডিয়ায় তুলে ধরেছেন তিনি।

https://www.instagram.com/p/CeLpnv6ImzM/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, গত ৬ মে মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তী ও আয়না চট্টোপাধ‍্যায় অভিনীত ‘মিনি’। মাসি বোনঝির দুষ্টু মিষ্টি সম্পর্কের রসায়ন নিয়ে ছবির গল্প। ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এসেছে দর্শকদের তরফে।

Niranjana Nag

সম্পর্কিত খবর