সমুদ্র সৈকতে শাড়ির আঁচল উড়িয়ে শুটিং সারলেন ‘লাল পরী’ মিমি, প্রকাশ‍্যে সেই গানের টিজার ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরেই সোশ‍্যাল মিডিয়ায় ‘রেড অ্যালার্ট’ জারি করে রেখেছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। মৌসুনি দ্বীপে লাল পরীর সাজে নিজের আগামী গানের শুটিং সারছিলেন তিনি। গতকালই মিমি জানিয়েছিলেন আজ, মঙ্গলবার প্রকাশ‍্যে আসবে গানের টিজার।

কথা মতোই নিজের ইনস্টা হ‍্যান্ডেলে মিমি শেয়ার করেছেন টিজার ভিডিওটি। রবীন্দ্রসঙ্গীত ‘তোমার খোলা হাওয়া’ শোনা যাবে তাঁর কণ্ঠে। টিজারে গান শোনা গেলেও কবিতার কিছু লাইন শোনা গিয়েছে মিমির গলায়। আগামী ২৭ ডিসেম্বর গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন মিমি।


অভিনয়ের পাশাপাশি গানও দিব‍্যি চালিয়ে যাচ্ছেন মিমি। শুরু করেছেন নিজের ইউটিউব চ‍্যানেল। ইতিমধ‍্যেই মুক্তি পেয়েছে তাঁর কণ্ঠে চারটি গান। ‘পল’, ‘পরী হুঁ ম‍্যায়’ ও ‘অনজানা’ গান তিনটি গত বছরে ইস্তানবুলে গিয়ে শুট করেছিলেন মিমি। এছাড়াও একটি রবীন্দ্রসঙ্গীত ‘আমার পরান যাহা চায়’ শোনা গিয়েছিল তাঁর কণ্ঠে।

https://www.instagram.com/p/CI6Txc5gq7Q/?igshid=94a8pgzi96p9

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই লন্ডন থেকে আগামী ছবির শুটিং সেরে দেশে ফিরে আসেন মিমি। ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে তাঁর আগামী ছবি ‘বাজি’র ট্রেলার। এখন শুধু অপেক্ষা সেই ছবির মুক্তির। আপাতত হাতে ছবির কোনো কাজ নেই। তাই বেশ ছুটির মেজাজে, রিল‍্যাক্স মুডে ছিলেন তিনি।

https://www.instagram.com/p/CJFjbx1AprX/?igshid=aikqrj7a2o7x

https://www.instagram.com/p/CJA21usAKtt/?igshid=1bi9ert0eiq23

লন্ডন থেকে ফিরেই ছুটি উপভোগ করতে নিজের দেশের বাড়ি জলপাইগুড়িতে পাড়ি দেন মিমি। সেখানে প্রকৃতির মাঝে, নিজের পরিবারের সঙ্গে চুটিয়ে কিছুদিন ছুটি কাটিয়েছেন অভিনেত্রী। তবে ফাঁকে ফাঁকে অনুরাগীদের জন‍্য ছবি, ভিডিও শেয়ার করতেও ভোলেননি মিমি। তবে এখন ফের পুরোদমে কাজে নেমে পড়েছেন তিনি।

X