নতুন বছরের প্রথম দিনেই বিয়ে, এবার পাহাড়ি শহরে একে অপরের ঠোঁটে হারালেন ওম-মিমি, ঘনিষ্ঠ ছবি ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছর ২০২১ এর শুরুতেই বড়সড় চমক দিলেন জনপ্রিয় টেলিভিশন তারকা মিমি দত্ত (mimi dutta) ও ওম সাহানি (om sahani)। এই জনপ্রিয় জুটির গভীর সম্পর্কের কথা এখন আর কারোরই অজানা নয়। অনেক দিন ধরেই দুজনের বিয়ে (marriage) নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার বছরের প্রথম দিনেই সব গুঞ্জন সত‍্যি করে নিজেদের বিয়ের খবর দিলেন ওম ও মিমি।

বছরের প্রথম দিনেই সোশ‍্যাল মিডিয়ায় বিয়ের খবর জানালেন এই জনপ্রিয় জুটি। তবে সামাজিক বিয়ে নয়, রেজিস্ট্রি ম‍্যারেজ সেরেছেন এখন তাঁরা। দুজনের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই বিয়ে সারেন তাঁরা। কেকের সামনে দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দেন। এদিন মিমির পরনে ছিল গোলাপি রঙের বেনারসী। সঙ্গে মানানসই সোনার গয়না ও হালকা মেক আপে সেজেছিলেন মিমি। পাশে ওমের পরনে ছিল বেগুনি রঙের পাঞ্জাবি।


দুজনেই এদিনের ছবি নিজের নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে শেয়ার করেছেন। ওম লিখেছেন, ‘একেবারে রূপকথার গল্পের মতো। এই দশকের শুরুটা কি দারুন হল। ২০২০র চিন্তা ও ভয়ের সময়ের মধ‍্যেও এমন মুহূর্ত ছিল যাতে প্রমাণ হয়েছে ভালবাসা মুছে যায়নি। তাই মিস্টার ও মিসেস সাহানি হয়ে ২০২১ এ আরো অ্যাডভেঞ্চারের উদ্দেশে চিয়ার্স।’

https://www.instagram.com/p/CJgoGjFMqTe/?igshid=ntlrkbr4luq9

অপরদিকে মিমি লিখেছেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এই জীবনে আমি তোমাকে পাশে পেয়েছি। আরো একটা বছর ভালবাসা, একসঙ্গে বেড়ে ওঠার প্রতি চিয়ার্স। আমরা মিস্টার ও মিসেস সাহানি হয়ে জীবনের নতুন অধ‍্যায় শুরু করার জন‍্য প্রস্তুত।’ শুধু তাই নয়, বিয়ের ঘোষন র পর আরো একটি ঘনিষ্ঠ ছবি শেয়ার করেছেন মিমি ও ওম। ছবিতে দেখা যাচ্ছে বড় একটি জানলার সামনে দাঁড়িয়ে একে অপরের ঠোঁটে চুম্বন এঁকে দিচ্ছেন দুজনে। তুমুল ভাইরাল হয়েছে ছবিটি।

https://www.instagram.com/p/CJgpr9BjBKQ/?igshid=1q6a282s39qz1

https://www.instagram.com/p/CJirAnLDoID/?igshid=1ncj0yqclcgu3

প্রসঙ্গত, ২০১১ তে ‘আলোর বাসা’ নামে একটি সিরিয়ালে প্রথম দেখা ওম ও মিমির আর প্রথম দেখাতেই মন দেওয়া নেওয়া। কিন্তু তারপর দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না দুজনের। এরপর ফের ২০১৭ তে দুজনের দেখা হয়। তখন থেকেই সম্পর্ক শুরু ওম মিমির। অবশেষে পরিণতি পেল দুজনের ভালবাসা। তবে সামাজিক বিয়ে কবে করবেন তা এখনো ঠিক করে উঠতে পারেননি কেউই।

সম্পর্কিত খবর

X