মনের মতন জন্মদিন কাটালেন মিমি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন আইফেল টাওয়ারের সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : টলিউড জগতে জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় প্রথম সারিতেই উঠে আসে মিমি চক্রবর্তীর (Mimi Chakrabarty) নাম। একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ধরা দিয়েছেন নানান চরিত্রে। বেশ হাসিখুশি চরিত্রেই দেখা যায় তাঁকে। বাস্তব জীবনে অনেকটা এরকমই মিমি চক্রবর্তী।

রাজনীতির ময়দানেও বেশ সক্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তৃণমূলের সাংসদ তিনি। ২০১৯ সালে তিনি নাম লেখান রাজনীতিতে। অভিনয়ের পাশাপাশি চুটিয়ে করছেন রাজনীতি। আজ ১১ ই ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন। চলতি বছর ৩৪ তম বর্ষে পদার্পণ করলেন টলি সুন্দরী।

Mimi Chakrabarty

যদিও অভিনেত্রীর গ্ল্যামার দেখে বোঝার উপায় নেই ৩৪ বছর বয়স হয়েছে তাঁর। এখনও ব্যাচেলর লাইফ ইনজয় করছেন অভিনেত্রী। জন্মদিন উপলক্ষ্যে প্যারিসে বেড়াতে গেলেন অভিনেত্রী। ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি তুলে ধরলেন তিনি।

 

অভিনেত্রীকে দেখা গেল কালো টপ এবং গোলাপি ট্রাউজারে। বয়স যতই বাড়ুক তিনি কিন্তু রংচঙে। আবারও সেই প্রমাণ মিলল অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনটা প্যারিসে ঘুরে নিজের মতন করে কাটালেন অভিনেত্রী। দামি রেস্তোরাঁয় খেলেন রকমারি খাবার।

Mimi Chakrabarty

জলপাইগুড়িতে জন্ম মিমি চক্রবর্তীর। সেখানেই বড় হওয়া। স্কুল জীবন জলপাইগুড়িতে কাটলেও তিনি স্নাতক পাস করেছেন কলকাতার আশুতোষ কলেজ থেকে। মডেলিং-এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। ২০১২ সালে শুরু করেন অভিনয় জগত। ‘বাপি বাড়ি যা’ ছবিতে প্রথমবার বড় পর্দায় দেখা যায় এই অভিনেত্রীকে। এরপর একের পর এক মেগা ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর শেষ বক্স অফিসে মুক্তি পাওয়া ছবি ‘খেলা যখন’। তবে এবার জানা যাচ্ছে খুব শীঘ্রই হিন্দি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন শুটিং। এখন কেবল ছবি মুক্তির অপেক্ষা।

additiya

সম্পর্কিত খবর