অপেক্ষার অবসান, ফেব্রুয়ারিতেই পুরনো মেজাজে ফিরছেন মিমি

বাংলাহান্ট ডেস্ক: ২০১৯ টা বেশ ভালই কেটেছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। থুড়ি সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। গত বছরই যাদবপুর থেকে বিপুল ভোটে জিতে সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তারপর থেকে বেশ যত্ন সহকারেই পালন করেছেন নিজের যাবতীয় দায়িত্ব। তবে নতুন কোনও ছবির ব‍্যাপারে মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। অভিনয় জগতে কবে ফিরছেন সেই বিষয়েও মুখে কুলুপ এঁটে বসেছিলেন মিমি। প্রিয় বান্ধবী নুসরত জাহানের নতুন ছবি মুক্তি পেয়েছে নববর্ষের শুরুতে। তাই মিমির অনুরাগীদেরও আশা ছিল হয়তো এই নতুন বছরেই নতুন ছবি উপহার দিতে চলেছেন তিনি।

images 12 12
অবশেষে সেই আশা পূরণ হল। সুসংবাদ দিলেন অভিনেত্রী। তবে নতুন ছবি নয়। আসছে নতুন গানের অ্যালবাম। সেই অ্যালবামেরই শেষ গানটি প্রকাশ পেতে চলেছে। সেই খবরই দিয়েছেন মিমি। পাশাপাশি এও জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে তাঁর গানের অ্যালবাম। রবিবার প্রজাতন্ত্র দিবসের দিনই জানানো হবে অ্যালবাম মুক্তির তারিখ। বলা বাহুল‍্য খবর প্রকাশ‍্যে আসতেই খুশির ঢল নেমেছে মিমি অনুরাগীদের মধ‍্যে।

https://www.instagram.com/p/B7u62ZYASc7/?igshid=1nm2gfsnpexix

এর সঙ্গে নিজের বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন মিমি। থাই হাই স্লিট পোশাকে মোহময়ী ভঙ্গিতে ধরা দিয়েছেন তিনি। দেখে বোঝাই যাচ্ছে অ্যালবামের শুটিংয়ের সেটেই তোলা ছবিগুলি। পরিচালক বিরসা দাশগুপ্তও মিমির প্রশংসা করে কমেন্ট করেছেন ছবিতে। ইতিমধ‍্যেই ৭৬ হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে ছবিতে।

প্রসঙ্গত, শেষবার ২০১৮ তে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। তারপর একরকম বিরতি নিয়েছেন বড়পর্দা থেকে। তবে তাঁর অনুরাগীরা আশা করছেন খুব শীঘ্রই অভিনয় জগতে ফিরবেন মিমি।

Niranjana Nag

সম্পর্কিত খবর