বামেদের ব্রিগেড সমাবেশের বক্তা তালিকায় নেই ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর নাম! তুঙ্গে চর্চা

বাংলা হান্ট ডেস্কঃ বামেদের ব্রিগেড সমাবেশের বক্তা তালিকায় নেই মীনাক্ষী মুখোপাধ্যায়ের (Minakshi Mukherjee) নাম। ডানকুনিতে দলের রাজ্য সম্মেলনের শেষে প্রকাশ্য সমাবেশে বক্তা তালিকায় দলের যুবনেত্রীকে রাখা নিয়ে সিপিএমে (CPM) চর্চা শুরু হয়েছিল। তবে এবার ব্রিগেড সমাবেশের বক্তা তালিকা থেকে বাদ পড়ল ‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর নাম। ইতিমধ্যেই এই নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে গুঞ্জন।

মীনাক্ষীর (Minakshi Mukherjee) নাম বাদ পড়া নিয়ে চর্চা!

দলের নীতির উল্টো হেঁটে ডানকুনির সমাবেশের কেবলমাত্র মীনাক্ষীর ছবি দেওয়া বিরাট কাটআউট লাগানো নিয়ে বঙ্গ সিপিএমের যুব ফ্রন্টের একটি বৃহৎ অংশে ক্ষোভের সঞ্চার হয়েছে। কেন কেবলমাত্র একজনের মুখ দেখিয়ে ‘ব্যক্তিপুজো’ হচ্ছে? মাথাচাড়া দেয় এই প্রশ্ন। এই আবহে এবার ব্রিগেড সমাবেশের বক্তা তালিকা থেকে বাদ দেওয়া হল যুব নেত্রীর নাম।

আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ (CPM Brigade Rally)। কৃষক, শ্রমিক, খেতমজুর সংগঠনের ডাকে এই সমাবেশ হলেও দলের মুখ হিসেবে যদি মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাখা হতো, তাহলে অস্বাভাবিক কিংবা ব্যতিক্রমী কিছু হতো না। গণসংগঠনের ডাকে এই সমাবেশ হলেও মূলত সিপিএমের উদ্যোগেই তা হচ্ছে। ফলে সেখানে বক্তা তালিকায় মীনাক্ষীর নাম না থাকা নিয়ে শুরু হয়েছে চর্চা।

আরও পড়ুনঃ ‘টোটালটাই BJP-র লোক’! মমতার বার্তার পরেই মুখ খুলল কমিশন! ভুয়ো ভোটার ইস্যুতে তোলপাড়

দল যাকে তুলে আনতে চাইছে, সেই মীনাক্ষীর নাম কেন বক্তা তালিকায় নেই? তাহলে রাজ্য সম্মেলনের সমাবেশ মঞ্চে দলের বাকি নেতাদের ছেড়ে মহম্মদ সেলিম, প্রকাশ কারাতের সঙ্গে মীনাক্ষী মুখোপাধ্যায়কে কেন রাখা হয়েছিল? তাহলে কি প্রশ্নের মুখ পড়তেই এপ্রিলের ব্রিগেড সমাবেশের বক্তা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যুবনেত্রীর নাম? বঙ্গ সিপিএমের অন্দরে দেখা দিয়েছে এই গুঞ্জন।

Minakshi Mukherjee RG Kar case

উল্লেখ্য, আগামী ২০ এপ্রিলের ব্রিগেড সমাবেশের বক্তা তালিকায় নাম রয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, নিরাপদ সর্দার, অনাদি সাহু, সুখরঞ্জন দে, বন্যা টুডু, অমল হালদার প্রমুখ দলের কৃষক, শ্রমিক, খেতমজুর নেতাদের। তবে সেখানে নেই মীনাক্ষীর (Minakshi Mukherjee) নাম। ইতিমধ্যেই এই নিয়ে সিপিএমের অন্দরে শুরু হয়েছে চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর