বাংলাহান্ট ডেস্ক : ২৪ ঘন্টা অতিক্রান্ত। এখনও অব্যাহত চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ। সোমবার সকাল থেকেই সল্টলেকে আচার্য ভবনের সামনে আন্দোলনে বসেছেন তাঁরা। যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে চলছে আন্দোলন। সোমবার বৈঠক ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার ফের শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন এসএসসি চেয়ারম্যান। কিন্তু এদিনও বৈঠকে কোনো সমাধান সূত্র বেরোয়নি বলেই খবর। এর মাঝেই ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) চাকরিহারাদের সঙ্গে দেখা করতে এসে শুনলেন ‘গো ব্যাক’ স্লোগান।
চাকরিহারাদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে মীনাক্ষী (Minakshi Mukherjee)
জানা গিয়েছে, এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। কিন্তু গিয়ে তাঁকে পড়তে হয় বিক্ষোভের মুখে। এমনকি শিক্ষকদের একাংশ তাঁকে ‘গো ব্যাক’ স্লোগানও দেয় বলে অভিযোগ। ওঠে সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকাও।
সোমবার থেকেই চলছে বিক্ষোভ: সোমবার সন্ধ্যার পর থেকেই একাধিক বার উত্তপ্ত হয়েছে আচার্য ভবন চত্বরের পরিস্থিতি। সারারাত রাস্তাতেই অবস্থান বিক্ষোভ করেন শিক্ষকরা। অন্যদিকে এসএসসি ভবনে আটকে থাকেন চেয়ারম্যান সহ আরও কয়েকজন কর্তারা। সোমবার রাতে আবারও একবার পুলিশের সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের ((Minakshi Mukherjee)) ধস্তাধস্তির অভিযোগ উঠেছিল। চাকরিহারা শিক্ষকরা দাবি করেন, রাতে আচার্য সদনে ঢুকতে গিয়েছিলেন বিধাননগর কমিশনারেটের আধিকারিক এবং কর্মীরা। তা নিয়েই নাকি বিতর্ক বাঁধে। যদিও পরে জানা যায়, সাদা পোশাকের একজন পুলিশকর্মী বেরোচ্ছিলেন। তা নিয়েই ভুল বোঝাবুঝি হয়।
আরো পড়ুন : ২৭ জনের মৃত্যু! কাশ্মীরে জঙ্গি হামলায় চরম হুঁশিয়ারি মোদীর, উপত্যকার উদ্দেশ্যে রওনা হলেন অমিত শাহ
মঙ্গলেও ব্যর্থ বৈঠক: সোমের পর মঙ্গলবার ১০ জন প্রতিনিধি নিয়ে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন শিক্ষকরা। তারপর গ্রুপ সি এবং ডি শিক্ষা কর্মীদের মোট ৮ জন প্রতিনিধিও বৈঠকে যান। কিন্তু বৈঠক ফলপ্রসূ হয়নি। অযোগ্যদের বহিষ্কার কেন করা হচ্ছে না, এই প্রশ্ন তুলে এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁদের তরফে কথা বলার চেষ্টা করা হবে বলেও জানানো হয়। এমনকি তাঁরা এও জানান অযোগ্যদের বহিষ্কারের দাবি তুলে হাইকোর্টে যাবেন।
আরও পড়ুন : ‘রাগের বশে…’, ব্রাহ্মণদের উপরে ‘প্রস্রাব করা’ মন্তব্যের জন্য মাথা নোয়ালেন অনুরাগ
এদিকে সাইটে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করা হলেও তা সরাসরি ডিআই দের কাছে পাঠিয়ে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। তা প্রকাশ করতে এত আপত্তি কেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে স্কুল শিক্ষা দফতরের তরফে দাবি করা হয়েছে, আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ করা হচ্ছে।