‘মানুষখেকো বাঘ হলে মেরে চামড়া টাঙিয়ে রাখতে হয়’, বীরভূমে দাঁড়িয়েই অনুব্রতকে নিশানা মীনাক্ষীর

বাংলা হান্ট ডেস্কঃ এবার বীরভূমের (Birbhum) মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের হেভিওয়েট জেলবন্দি নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তোপ দাগলেন বামনেত্রী (CPM Leader) মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। ‘বাঘ যদি মানুষখেকো হয়, তাহলে তার চামড়া টাঙিয়ে রাখার ব্যবস্থা করতে হবে৷’ ঠিক এমন মন্তব্যই শোনা গেল ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদিকা মীনাক্ষীর গলায়।

রবিবার কেষ্ট গড় বীরভূমের মহম্মদবাজারে সিপিএমের তরফে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার মধ্যমণি ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সভা থেকেই শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ শানান নেত্রী। নাম না করে তোপ দাগেন ‘বীরভূমের বাঘ’ অনুব্রত মণ্ডলকে। প্রসঙ্গত, এদিন তার বক্তৃতার বেশিরভাগ অংশেই উঠে আসে অনুব্রত প্রসঙ্গ। তবে সেটা নাম না করে।

ঠিক কী বললেন মীনাক্ষী? সিপিএম নেত্রী এদিন বলেন, “বাঘ যদি বাঘের মতো থাকে, বিরল প্রজাতির হয় তাহলে আমাদের দায়িত্ব তাকে সংরক্ষণ করা। কিন্তু কোনওকারণে বাঘ যদি মানুষখেকো হয়ে যায় তাহলে বাঘকে মেরে চামড়া দেওয়ালে টাঙিয়েও রাখতে হয়।”

minakshi

প্রসঙ্গত, মন্ত্রী ফিরহাদ হাকিম অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা টানেন। অন্যদিকে, জেলবন্দি অবস্থাতেও তাকে ‘বীরের’ তকমা দেন ফিরহাদ। এদিন এই প্রসঙ্গই উঠে এল মীনাক্ষী বক্তব্যে। পাশাপাশি কালিয়াগঞ্জ প্রসঙ্গেও কথা মিনাক্ষী। যদিও মীনাক্ষীর মন্তব্যকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

এই প্রসঙ্গে বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির কনভেনার তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, “মানুষই ওদের দেওয়ালে টাঙিয়ে দিয়েছে। মীনাক্ষী কী বলল তাতে মানুষ বিশ্বাস করে না। বাঘ-বাঘই থাকে, আর শিয়াল সারাজীবন শিয়ালই থাকবে।” তার কথায়, “মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এই সমস্ত কথা বলছে মীনাক্ষীরা। কে বাঘ আর কে, কাকে সংরক্ষণ করবে, এটা মানুষ ঠিক করবে। মীনাক্ষীরা নয়।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর