বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১ ফেব্রুয়ারী কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম ইউনিয়ন বাজেট। সকলের নজর এখন সেদিকে। এই আবহে একাধিক রিপোর্ট সামনে আসছে। সেরমই এক রিপোর্টে বলা হচ্ছে এবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (ইপিএফও) আওতাভুক্ত বেসরকারি ক্ষেত্রের কর্মচারীদের ন্যূনতম পেনশন (Pension) বৃদ্ধি করা হতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পেনশন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন এই কর্মীরা। এবার তাদের দাবিকে মান্যতা দিয়ে বড় পদক্ষেপ করা হতে পারে কেন্দ্রীয় বাজেটে। একাধিক রিপোর্ট অনুযায়ী মাসিক ন্যূনতম ইপিএস পেনশন প্রতি মাসে ১ হাজার টাকা বাড়িয়ে ৭৫০০ পর্যন্ত করা হতে পারে।
এখানে উল্লেখ্য, নিজেদের দাবি-দাওয়া জানিয়ে চলতি বছর ১০ জানুয়ারি অর্থমন্ত্রীর সঙ্গে ইপিএস-৯৫ পেনশনভোগীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। তাদের দাবির মধ্যে অন্যতম ছিল ন্যূনতম মাসিক পেনশন বৃদ্ধি। ৭,৫০০ টাকা পেনশন করার দাবি জানিয়েছিলেন তারা।
পাশাপাশি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি এবং পেনশনভোগীদের ও তাদের স্ত্রীদের বিনামূল্যে চিকিৎসার জন্য যাতে সরকার পদক্ষেপ করে তাও বলা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী সেই সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী ওই কর্মীদের দাবিগুলি পর্যালোচনা করে দেখার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: মিলল মেটা ডেটা? SSC ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি! সুপ্রিম কোর্ট তরফে কি আপডেট মিলছে
ইপিএস-৯৫ জাতীয় আন্দোলন কমিটির দাবি অনুযায়ী তাদের নূন্যতম পেনশন ৭৫০০ করা হলে সুরাহা হবে। এখানে বলে রাখা ভালো ২০১৪ সালে ন্যূনতম মাসিক পেনশন ১০০০ টাকা করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে বর্তমানেও ৩৬.৬০ লক্ষ পেনশনভোগী এখনও এই নূন্যতম মাসিক পেনশনের থেকে কম অর্থ পান। এবারে তাদের দাবিতে মান্যতা দেওয়া হয় কি না সেটাই দেখার।