বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Government Employees) বেতন সংশোধনের জন্য অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা। ২০২৬ সালের মধ্যেই অষ্টম পে কমিশন গঠন করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নয়া পে কমিশন আসায় একদিকে যেমন একধাক্কায় বেতন-ভাতা বহু গুনে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের, তেমনি লাভবান হবেন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগীরাও।
শীঘ্রই অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যান ও দুই সদস্যের নামও ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। অষ্টম পে কমিশন কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন কত বাড়বে এই নিয়ে জোড়ালো জল্পনা শুরু হয়েছে। জানিয়ে রাখি অষ্টম পে কমিশনের সুপারিশগুলি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে।
বর্তমানে কর্মচারী ইউনিয়ন থেকে ২.৮৬ ফিটমেন্ট ফ্যাক্টরের ক্রমাগত চাহিদা রয়েছে। কেন্দ্রীয় সরকার তরফে এই দাবিতে মান্যতা দেওয়া হলে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা থেকে বাড়িয়ে আনুমানিক ১৭, ২৮০ থেকে ২৫,৭৪০ টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
অষ্টম পে কাঠামোয় বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে ইউনাইটেড পেনশন স্কিম। ২০২৫ সালের ১ এপ্রিল এই স্কিম বা প্রকল্প চালু করে কেন্দ্র। পুরনো পেনশন স্কিম ও নতুন পেনশন স্কিম মিলিয়ে আসছে এই ইউনাইটেড পেনশন স্কিম। এতে পেনশনপ্রাপকদের পেনশনের পরিমাণ বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট, এবার উচ্চ আদালতের পথে পরিবার? জানালেন সঞ্জয়ের মা
ইউপিএস-র আওতায় ন্যূনতম পেনশন হবে ১০,০০০ টাকা। এক্ষেত্রে কোনও কর্মচারীকে কমপক্ষে ১০ বছর কাজ করতে হবে। পেনশনভোগীর মৃত্যুর পর তার পরিবার পেনশনের (Pension) ৬০ শতাংশ পাবে। উল্লেখ্য, নতুন বেতন কাঠামোয় ন্যূনতম বেতন হতে পারে ৫১,৪৮০ টাকা। পেনশন এক ধাক্কায় ১৭,২৮০ টাকা থেকে ২৫,৭৪০ টাকা হতে পারে।