‘২০২৬-এ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হবেন’, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী বাবুলের

বাংলা হান্ট ডেস্কঃ বিচারপতি পদে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে যাচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। রবিবার দুপুর থেকে এই একটি খবরে শোরগোল পড়ে যায় রাজ্যে। শোনা যাচ্ছে, বিজেপিতে যোগ দিচ্ছেন বিচারপতি। এই সব জল্পনায় যখন তোলপাড় রাজ্য-রাজনীতি, সেই সময়ই বিচারপতিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন তৃণমূল কংগ্রেস নেতা তথা পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুলের দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (CM Of West Bengal) হতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সেটাই তার একমাত্র লক্ষ্য।

বাবুল বলেন, ‘আমি আপনাদের বলে দিচ্ছি। সূর্য সেনের মূর্তির পাদদেশে উনি ইন্টারভিউ দেবেন। এত গরমে সূর্য সেনের মূর্তির পাদদেশে কেন? আয়নার মধ্যে উনি নিজেকে অন্য একটা জায়গায় দেখছেন। কিন্তু আজ ওনার স্বরূপটা প্রকাশ পেয়ে গেল।’

   

বাবুলের কথায়, ‘উনি শুধু যে ভোটে দাঁড়াবেন, সেটা নয়। উনি স্বপ্ন দেখছেন যে……। দেখবেন উনি হয়ত লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন না। ওনার মূল লক্ষ্য এটাই হবে যে উনি মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির মুখ্যমন্ত্রী মুখ হবেন। আমি আপনাদের আজই বলে দিচ্ছি।’

মমতার মন্ত্রী বাবুল আরও বলেন, ‘এটা হওয়ারই ছিল। হয়তো আরও ৩-৪দিন পর হত, তবে সেটা আজকে হল। কারণ পবন সিংহ (Pawan Singh)। পবন সিংহ নিয়ে বিজেপি যে অস্বস্তিতে রয়েছে তা থেকে দৃষ্টিটা ঘোরাতে চেয়েছিল। এই পুরো ব্যাপারটাই তো কোন দলের নির্দেশে হচ্ছে সেটা বোঝার জন্য কোনও রকেট সায়েন্স লাগে না।’

লোকসভা ভোটের আবহে রবিবার হঠাৎই জানা যায় অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শীঘ্রই তিনি ইস্তফা দেবেন বলেও জানান। এরপরই জোড়ালো হতে থাকে জল্পনা। তাহলে কী তিনি লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন? এই প্রশ্নেই তোলপাড় ছিল রাজ্য-রাজনীতি।

justice ganguly f

আরও পড়ুন: রেকর্ড করা হত বয়ান! শাহজাহান মামলায় CID’র তলবে সাড়াই দিলেন না গৌরব ভারিল, কে এই ব্যক্তি?

বিচারপতি সরাসরি এই প্রশ্নের উত্তর না দিলেও শোনা যাচ্ছে, লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, তমলুক থেকেই তিনি প্রার্থী হচ্ছেন। সূত্রের খবর, আগামী ৬ মার্চ বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সভামঞ্চ থেকেই বিজেপির (BJP) পতাকা হাতে তুলে নেবেন বিচারপতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর