বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) বহুদিন জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবারে ২০২৪ সালে এসে শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিন্হা (Chandranath Sinha)।। বুধবার সকালের ইডির দফতরে হাজির হলেন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তের সূত্রে তাকে তলব করেছিল ইডি।
নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ফের মন্ত্রীযোগ?
ইডি সূত্রে জানা গিয়েছিল, তল্লাশি চালিয়ে নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের বাড়ি থেকে একাধিক তথ্য মিলেছিল। একটি রেজিস্টারও উদ্ধার করা হয়েছিল। আর তাতেই নাম ছিল রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)।
আরও পড়ুন: Chandni Saha: নায়িকা থেকে সোজা সাইড রোল, এই একটি কারণেই আর মুখ্য চরিত্রে সুযোগ পান না চাঁদনি!
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বর্তমানে জেলেই রয়েছে কুন্তল। তদন্তকারী সংস্থা দাবি ছিল, কুন্তল ঘোষের বাড়ি থেকে রেজিস্টারে মন্ত্রীর নামের পাশে ১০০ জনের নামের একটি তালিকা ছিল। তবে তালিকায় থাকা নাম চাকরিপ্রার্থীদের কী না, তার সঙ্গে মন্ত্রীর কী যোগ! এই রকম একাধিক প্রশ্ন সামনে আসে।
আরও পড়ুন: ‘বুধবার বিকেল ৩টের মধ্যে..,’ জ্যোতিপ্ৰিয় মামলায় অবশেষে বিরাট নির্দেশ হাইকোর্টের, তোলপাড়
এর আগে কুন্তলের রেজিস্টারের সূত্র ধরে চন্দ্রনাথ সিনহার নিচুপট্টির বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই সময় মন্ত্রীর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল। তারপর বেশ কিছুদিন সব চুপচাপ থাকলেও এবারে সরাসরি তলব করা হল মন্ত্রীকে। ইডি সূত্রে খবর, মন্ত্রীর কাছ থেকে বাজেয়াপ্ত করা ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদিন তাকে ডেকে পাঠানো হয়েছে।