পুজোর আগেই মিলবে বকেয়া DA? অবশেষে মুখ খুলল সরকার পক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে ডিএ (DA) বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে তোলপাড় রাজ্য। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে সুপ্রিম কোর্টে (Supreme Court) বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এককথায় ঝুলে রয়েছে DA মামলা।

এরই মধ্যে সম্প্রতি রাজ্যের বিধায়কদের বেতন এক ধাক্কায় ৪০০০০ করে বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রীতিমতো সরব হয়েছিল রাজ্যের সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সরকারি কর্মচারি সংগঠনের এখন একটাই দাবি, পুজোর আগেই যেন তাদের বকেয়া DA রাজ্য মিটিয়ে দেয়।

পুজোর ঠিক আগে বিধায়কদের বেতন বাড়িয়ে দেওয়ার ঘটনা এককথায় সরকারি কর্মচারিদের আন্দোলনের আগুনে আরও ঘি ঢেলেছে। তবে কেবল সরকারি কর্মী, রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও বিধায়কদের ভাতা বৃদ্ধির বিরোধিতায় সরব হয়েছেন।

আরও পড়ুন: বিরাম নেই! আজও বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলা, একনজরে আবহাওয়ার খবর

সরকারি কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে শুভেন্দু সাফ জানিয়েছেন, এই ভাতা তারা চান না। তার পরিবর্তে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করুক মমতা সরকার। যদিও বিরোধী দলনেতার দাবি পাত্তা দিতে নারাজ সরকার পক্ষ।

da wb

তাহলে কবে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা? কতদিন চলবে এই আন্দোলন? সম্প্রতি এই প্রসঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, ‘ডিএ মঞ্চ যাই বলুক না কেন সেই মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন৷ তা নিয়ে কিছু বলব না। এই নিয়ে শীর্ষ আদালত সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুন: ‘কোর্টের সঙ্গে খেলা হচ্ছে?’ CID-কে ভর্ৎসনা! রাজ্যকে ৫০,০০,০০০ টাকা জরিমানা বিচারপতির

পাশাপাশি মমতার মন্ত্রী আরও বলেন, ‘ অন্য রাজ্যের বিধায়কদের এ রাজ্যের বিধায়কদের বেতনের তুলনা করি, তাহলে দেখা যাবে আমাদের রাজ্যের বিধায়করা কম বেতন পেতেন৷ তাই মুখ্যমন্ত্রী বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ডিএ নিয়ে যাই বলা হোক না কেন, মুখ্যমন্ত্রী কিব দলের বিধায়কদেরই বেতন বৃদ্ধি করেছেন।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর