বাংলা হান্ট ডেস্কঃ ২০২০ সালের মার্চ মাস। আচমকাই থমকে গিয়েছিল সবার জীবন। মাস্ক, স্যানিটাজার, কোয়ারেন্টাইন মিলিয়ে কেটেছিল প্রায় দু’বছর। ২০২০-২০২২ সালের সেই স্মৃতি এখনও অনেকের মনে টাটকা। এর মধ্যেই ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা (Covid)। এই আবহে রাজ্যবাসীকে আশ্বস্ত করে বড় বার্তা দিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বললেন, ‘আমরা তৈরি আছি’।
রাজ্যবাসীকে আশ্বস্ত করে আর কী বললেন চন্দ্রিমা (Chandrima Bhattacharya)?
ভারতে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক, দিল্লি, রাজস্থান, সিকিম, হরিয়ানায় আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মগরাহাটেও করোনা আক্রান্তের হদিশ মিলেছে। জানা যাচ্ছে, বিগত এক সপ্তাহে বাংলা জুড়ে ১৮ জন কোভিড আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।
বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College) চিকিৎসা চলছে ২ জন আক্রান্তের। পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে ৯ মাসের এক শিশুকে। অন্যদিকে আইসোলেশনে রয়েছেন বছর পঞ্চান্নর এক মহিলা। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতেই চিন্তায় পড়েছেন অনেকে। এই আবহে আশ্বাসবাণী দিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
আরও পড়ুনঃ ছুটিতেও আটকাবে না কাজ! প্রকল্পের টাকা ছাড়ার অনুমোদন নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের
চন্দ্রিমা (Chandrima Bhattacharya) স্পষ্ট জানান, এখনই করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সেই সঙ্গেই বলেন, ‘সব দিকে নজর রাখা হচ্ছে। তবে সবাইকে সাবধান করতে হবে। আমরা তৈরি আছি’।
অন্যদিকে গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ১৯-২৬ মে-র মধ্যে ৭৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে ভারতে ১০০৯টি অ্যাক্টিভ কেস রয়েছে বলে খবর। কেরলে সংক্রমণের হার সবচেয়ে বেশি। মহারাষ্ট্র, গুজরাট, দিল্লির নামও রয়েছে তালিকায়। পশ্চিমবঙ্গেও গত এক সপ্তাহে ১৮ জন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে।