বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন বহু মানুষ। এবার রাজ্যের আরও ৯৬টি পরিবারকে এই স্কিমের অধীন বাড়ি বানিয়ে দেওয়া হবে। সম্প্রতি এমনই ঘোষণা করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একইসঙ্গে আরও বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছেন তিনি।
কোন ৯৬টি পরিবারকে বাংলার বাড়ি বানিয়ে দেওয়া হবে (Firhad Hakim)?
সম্প্রতি হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে। যার জেরে বিপাকে পড়েন বাসিন্দারা। ইতিমধ্যেই এই ঘটনায় রাজনীতির রঙ লেগেছে। এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যকে মুহুর্মুহু আক্রমণ শানাচ্ছে বিজেপি। এমতাবস্থায় বেলগাছিয়ার ৯৬টি পরিবারের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী।
সম্প্রতি বেলগাছিয়ার ধস কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ (Firhad Hakim)। এরপরেই গৃহহারা পরিবারগুলির জন্য বড় ঘোষণা করা হল। পুরমন্ত্রী জানিয়েছেন, ওই পরিবারগুলিকে বাংলার বাড়ি স্কিমে বাড়ি বানিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে সল্টলেকের উন্নয়ন ভবনে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে খবর।
আরও পড়ুনঃ ‘মুসলিমদের জন্য লজ্জা!’ বিস্ফোরক দিলীপ ঘোষ! কাকে নিশানা BJP নেতার?
একইসঙ্গে বেলগাছিয়ার (Belgachia) ভাগাড় নিয়েও বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে যে আবর্জনার স্তূপ জমেছে, সেটাকে এবার কমানো হবে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এর জন্য বায়ো মাইনিং প্রযুক্তিকে কাজে লাগানো হবে। এরপর সেই বর্জ্যকে ব্যবহার করেই বায়ো গ্যাস, জৈব সার, প্লাস্টিক ও লোহার নানান সামগ্রী বানানো হবে। এছাড়া ধাপার মতো হাওড়ার বেলগাছিয়ার এই ভাগাড়েও গ্রিন ফিল্ড গড়ে তোলা হবে বলে খবর।
এই বিষয়ে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পুরমন্ত্রী বলেন, ‘হাওড়ায় যে সকল বড় নিকাশি নালা রয়েছে, সেগুলির আমূল সংস্কার দরকার। রাস্তাঘাটেরও উন্নয়ন করতে হবে। এই কাজগুলি যাতে তাড়াতাড়ি হয়, সেটা কেএমডিএ-কে দেখতে বলা হয়েছে’।
এখানেই না থেমে ফিরহাদ আরও বলেন, ‘রাজ্যে যে সকল ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, প্রত্যেক জায়গায় বায়ো মাইনিং করা হবে। বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য আলাদা প্লান্ট গড়ে তোলা হবে’। সেই সঙ্গেই বেলগাছিয়ার ৯৬টি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে (Government Scheme) ঘর বানিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেন তিনি।
রাজ্য সরকারের এই উদ্যোগ নিয়ে মুখ খুলেছেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি বলেন, এই উদ্যোগ যদি সত্যিই বাস্তবায়িত হয়, তাহলে একদিকে যেমন প্রচুর কর্মসংস্থান হবে ও তেমনই অন্যদিকে লাগোয়া অঞ্চলে বায়ু দূষণ হ্রাস পাবে।
ফিরহাদ (Firhad Hakim) এদিন বেলগাছিয়ার ভাগাড় নিয়ে একগুচ্ছ উদ্যোগের ঘোষণার পাশাপাশি সেখানকার ৯৬টি গৃহহীন পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি বানিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজ্যের এই উদ্যোগের ফলে গৃহহীন পরিবারগুলির অনেকটা সুরাহা হবে।