বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন (WAQF Act) কার্যকর হওয়ার পর থেকেই দেশের নানান প্রান্তে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিও উঠেছে বহু জায়গায়। এর জেরে উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গিপুর। অশান্তির ছবি দেখা গিয়ছে আমডাঙা, মুর্শিদাবাদেও। এই আবহে ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদে নেমেছেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique)। এবার তাঁকে নিশানা করলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
নওশাদের ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদ নিয়ে খোঁচা ববির (Firhad Hakim)!
সোমবার সকালে আইএসএফ কর্মী সমর্থকরা নওশাদের নেতৃত্বে মিছিল করেন। দু’টো পথে মিছিল বেরোয়। যাওয়ার কথা রামলীলা ময়দান। তবে মাঝপথেই একটি মিছিল আটকে দেয় পুলিশ। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই তেতে ওঠে পরিস্থিতি।
জানা যাচ্ছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এবার এই নিয়ে মুখ খুললেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ (Firhad Hakim)। তাঁর প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কার্যকর হবে না। তাহলে ‘নাটক’ কেন?
ববির কথায়, ‘মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, এখানে ওয়াকফ আইন কার্যকর হবে না। তাহলে যারা নাটক করছেন, কেন করছেন? আমাদের এখানে কেন মানুষের অসুবিধা করছেন? যখন আমরা রাস্তায় নামি, পথ অবরোধ করি, প্রত্যেক ধরণের মানুষের সমস্যা হয়। যেখানে আইন কার্যকর হচ্ছে না, সেখানে আমরা কেন মানুষকে সমস্যার মধ্যে ফেলব? শুধুমাত্র নিজেদের জাহির করতে? এটা দেখাতে যে আমার হাতে কত লোক রয়েছে?’
এখানেই না থেমে দিল্লি যাওয়ার কথাও বলেন রাজ্যের পুরমন্ত্রী। ফিরহাদ বলেন, ‘প্রতিবাদ করতে হলেই সবচেয়ে ভালো হচ্ছে, সবাই মিলে দিল্লি যাওয়ার ডাক দিন না। যেখানে ওয়াকফ বিল প্রয়োগ হয়েছে, যে রাজ্যগুলিতে প্রয়োগ হবে, সেখানে প্রতিবাদ করা উচিত। এখানে কীসের জন্য?’
উল্লেখ্য, ওয়াকফ আইনের বিরুদ্ধে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। গত সপ্তাহে শহর কলকাতার মৌলালির কাছেও একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এদিন কর্মসূচির ডাক দিয়েছেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ। এবার সেই সূত্রেই তাঁকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ (Firhad Hakim)। রাজ্যে যেখানে ওয়াকফ আইন কার্যকর হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে মানুষকে কেন সমস্যার মধ্যে ফেলব? প্রশ্ন করেছেন তিনি।