বাংলা হান্ট ডেস্কঃ ‘কণ্ঠ আমার রুদ্ধ আজিকে।’ দিন কয়েক আগে কবিগুরুর এই কথাই শোনা গিয়েছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মুখে। প্রসঙ্গত, সম্প্রতি কালীঘাটে তৃণমূলের শীর্ষ নেতাদের নিয়ে এক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তৃণমূল সুপ্রিমোর কাছে বেশ বকা খেয়েছিলেন ফিরহাদ। তারপরই মেয়রের মুখে রুদ্ধ কণ্ঠের কথা শুনে গুঞ্জন ছড়িয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব তাকে মুখ খুলতে নিষেধ করেছে। আর এদিন ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল ফিরহাদের মুখে।
শনিবার চন্দননগর জল প্রকল্পের উদ্ধোধনে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) গুণগান করতে শুরু করেন ববি। এরই মধ্যে হঠাৎ মজার ছলেই বলে ওঠেন, ‘ওর সোর্স বেশি, রিচ বেশি। ও আমাদের ফুড কমিটির চেয়ারম্যানও। সাংস্কৃতিক বিষয়গুলোও ও দেখে। সেই কারণে ওর রিচ একেবারে মুখ্যমন্ত্রী পর্যন্ত। তাই আমাদেরও মাঝে মাঝে একটু ভয়ে থাকতে হয়। ইন্দ্রনীল যদি আবার কানে লাগিয়ে দেয়।’
শুধু তাই নয় এরপর ফিরহাদ আরও বলেন, ‘ইন্দ্রনীল আমরা সব দফতরই একটি গুরুত্ব দিয়ে থাকি। কারণ, সঙ্গীতকার তো… গান গাইতে গাইতে কী এমন গান গেয়ে দিল… আর আমি বকা খেলাম।’ হেসে হেসে মজায় চলেই এসব কথা বলছিলেন ফিরহাদ। তিনি যখন এসব রসিকতা করছিলেন, তখন মঞ্চেই বসে ইন্দ্রনীল। ফিরহাদের এসব মন্তব্য শুনে খানিক হাসতে দেখা যায় গায়ক ইন্দ্রনীলকেও।
ফিরহাদ আরও বলেন, ‘‘সঙ্গীতকার তো! গান গাইতে গাইতে কি আবার গান গেয়ে দিল। আর আমি বকা খেলাম।’’ যদিও তৃণমূলের গায়ক-বিধায়কের প্রশংসা করতেও একদমই ভোলেননি ফিরহাদ। পর ক্ষণেই ইন্দ্রনীলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ফিরহাদ বলেন, ‘‘মানুষের জন্য কাজটা ইন্দ্রনীল করেই চলেছে।’’
তবে কিছুদিন আগে কালীঘাটের বৈঠকের পর ফিরহাদের মন্তব্যের পর ফের এদিন চন্দননগরে গিয়ে মমতার প্রিয় ববির মুখে এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই নতুন করে গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অন্যদিকে, এই প্রসঙ্গে
ইন্দ্রনীলকে প্রশ্ন করা হলে তিনি এক সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমাদের মন্ত্রীদের মধ্যে খুব ভাল সম্পর্ক। আমরা একে অপরের সঙ্গে মজা করে থাকি। আর উনি তো আমার গানবাজনা নিয়ে বলেছেন। অন্য মানে খোঁজার মানে হয় না।’’