বাংলা হান্ট ডেস্কঃ সরকারি জমি অবৈধভাবে দখল (Illegal Encroachment) হওয়া নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেআইনি দখলদারি মুক্ত করার নির্দেশও দিয়েছিলেন তিনি। এই অভিযোগে মাটিগাড়া এলাকায় গ্রেফতারিও হয়েছে। এবার এই ইস্যুতেই বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সরকার পদক্ষেপ নেবে, স্পষ্ট জানিয়েছেন তিনি।
বিধানসভায় বিজেপি বিধায়কের প্রশ্নের উত্তরে ফিরহাদ (Firhad Hakim) যা বললেন…
অবৈধ দখলের অভিযোগ আজকের নয়। রাজ্যের নানান প্রান্ত থেকে এহেন অভিযোগ সামনে আসে। কোথাও অবৈধভাবে জমি দখল করে প্রোমোটিংয়ের অভিযোগ উঠেছে, কোথাও আবার হকারদের ‘জবরদখলে’র কথা সামনে এসেছে। সাম্প্রতিক অতীতে বহুতল হেলে পড়া বা ভেঙে পড়ার ঘটনার পর অবৈধ দখল নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে একহাত নিচ্ছেন বিরোধীরা। সেই সঙ্গেই পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
সোমবার বিধানসভায় এই বিষয়ে প্রশ্ন তোলেন বিজেপির মুখ্য সচেতক তথা বিধায়ক শঙ্কর ঘোষ। অবৈধ দখলদারি নিয়ে পদ্ম বিধায়কের এক প্রশ্নের জবাবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ স্পষ্ট বলেন, রাজ্য সরকারের (Government of West Bengal) জমি নীতি মেনে নিলাম অথবা মন্ত্রীগোষ্ঠীর অনুমোদন ছাড়া কেউ কোনও জমি দিতে পারবে না।
আরও পড়ুনঃ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ BJP! হঠাৎ কী হল? তোলপাড় বাংলা
ফিরহাদ (Firhad Hakim) এদিন বলেন, ‘আরও জমি যদি অবৈধভাবে দখল হয়ে থাকে, আপনি জনপ্রতিনিধি হিসেবে লিখিতভাবে জানান। আমরা ব্যবস্থা নিয়ে আপনাকে জানাব। সরকারি জমি অবৈধভাবে দখল হলে সরকার পদক্ষেপ গ্রহণ করবে’।
উল্লেখ্য, বছরখানেক আগে অবৈধ দখল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, রাজ্য সরকার কিছুতেই অবৈধ দখল সহ্য করবে না। পুলিশ-প্রশাসনকে বেআইনি দখলদারি মুক্ত করার নির্দেশ দেন তিনি। যদিও পরবর্তীতে জানানো হয়, অবৈধ দখল নিয়ে আগে সমীক্ষা করা হবে। এরপরেই ‘উচ্ছেদ’ করা হবে কিনা সেটা খতিয়ে দেখা হবে। এবার বিধানসভায় বেআইনি দখলের প্রশ্নে ফের একবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রাজ্যের বুকে কোনও অবৈধ দখলদারি সহ্য করা হবে না, এদিন পরিষ্কার করে দেন তিনি।