২৫ লক্ষ ভুয়ো জব কার্ড, হিসেব নেই ৫৪ কোটির! ধর্নার দিন তৃণমূলকে পাল্টা দিলেন কেন্দ্রীয়মন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের বঞ্চনার অভিযোগ নতুন নয়। অতীতে একাধিকবার তৃণমূল নেত্রী, সাংসদ, মন্ত্রীরা দাবি করেছেন, কেন্দ্রের মোদি সরকার রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে। ১০০ দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগও তুলেছে তৃণমূল। রাজঘাটে তৃণমূলের পক্ষ থেকে আজ বিক্ষোভ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়।

১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ, বিধায়ক ও নেতা-মন্ত্রীরা ধর্না থেকে নিশানা করেছেন কেন্দ্রের মন্ত্রীদের। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং-কে (Giriraj Singh) গ্রেফতার করার দাবিও জানিয়েছেন।

   

আরোও পড়ুন : বাক্য বিভ্রাট! ভুল ইংরেজি লেখা ব্যানার নিয়ে ধর্নায় তৃণমূলের কল্যাণ, তুমুল কটাক্ষ অনুপমের

অন্যদিকে, সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন গিরিরাজ সিং। গিরিরাজ সিং আজ অভিযোগ করেন বাংলায় ভুয়ো জব কার্ড ব্যবহার করে টাকা নয়ছয় করা হয়েছে। ১০০ দিনের কাজের টাকার ইস্যুতে কেন্দ্রীয় মন্ত্রী সিবিআই তদন্তের সওয়ালও করেন। আজ কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বলেন ইউপিএ আমলের তুলনায় বিজেপি জামানায় বাংলার জন্য দ্বিগুণ তহবিলে বিনিয়োগ করা হয়েছে।

আরোও পড়ুন : মেয়ে যদি কোনও ক্রিকেটারকে ডেট করতে চায় তাহলে? প্রশ্ন শুনে থমকে গিয়ে সৌরভ যা বললেন…

কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং আজ বলেন, “১০০ দিনের কাজের জন্য ইউপিএ আমলে দেওয়া হয়েছিল ১৪,৯৮৫ কোটি টাকা। মোদি সরকার এখনো পর্যন্ত ৫৪,১৫০ কোটি টাকা দিয়েছে বাংলাকে।” একই সাথে তাঁর অভিযোগ, ১০০ দিনের কাজ নিয়ে অনুসন্ধান চালানোর সময় ২৫ লক্ষ জব কার্ডের হেরফের দেখা গেছে।

giriraj singh 2

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, “লুঠ করা হচ্ছে সরকারের টাকা। যাদের দোতলা বাড়ি তারা আবাস যোজনার টাকা পাচ্ছেন, কিন্তু যারা যোগ্য তারা পাচ্ছেন না। এরপরেও আমরা বিধবা ভাতা, পেনশন, সড়ক যোজনার কোনও টাকা আটকে রাখিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিচ্ছি কোথায় ২৫ লক্ষ ভুয়ো জব কার্ডের টাকা ব্যবহার হল হিসাব দিন।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর