চলছে বিধানসভা! হঠাৎই হাসপাতালে নিয়ে যাওয়া হল মলয় ঘটককে, কী হয়েছে আইন মন্ত্রীর?

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার (West Bengal Assembly) প্রথমার্ধের পর নিজের কক্ষেই কাজ করছিলেন! হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Maloy Ghatak)। তড়িঘড়ি তাকে বিধানসভা থেকে নিয়ে যাওয়া হয়েছে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে (Private Nursing Home)।

জানা গিয়েছে এদিন আচমকা অসুস্থতা বোধ করেন মন্ত্রী। অসুস্থতার খবর পেয়ে দ্রুত তার কক্ষে ছুটে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রী-বিধায়কেরা। এরপরই খবর দেওয়া হয় বিধানসভার মেডিক্যাল অফিসারকে। তিনি প্রাথমিক পরীক্ষার জানান মলয়বাবুর রক্তচাপ কমে গিয়েছে।

মন্ত্রীর শারীরিক সমস্যা বাড়তে থাকায় কোনও ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়। জানা গিয়েছে বেশ কিছু শারীরিক অসুস্থতা রয়েছে মন্ত্রীর। নিয়মিত ওষুধও নেন তিনি। জানা গিয়েছে এদিন শরীরে জ্বর নিয়েই বিধানসভার অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: যাদবপুরে শুভেন্দুকে প্রাণে মেরে ফেলার অভিযোগ! বিরোধী দলনেতাকেই নোটিস পাঠালো পুলিশ

উপস্থিত বিধায়কেরা জানান, রক্তচাপজনিত সমস্যার কারণে দ্রুত অসুস্থতা বাড়তে থাকে মলয়বাবুর। তাই হুইল চেয়ারে করে তাকে গাড়িতে তোলা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

Malay Ghatak

আরও পড়ুন: ফের ধাক্কা! এবার ‘এই’ মামলায় জাস্টিস গাঙ্গুলির নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট, বেজায় খুশি রাজ্য

বিধানসভা থেকে বেরিয়ে নিজের গাড়িতে করেই হাসপাতালে পৌঁছন মন্ত্রী। সেখানে তার চিকিৎসা চলছে। এরপর বেশ কিছু পরীক্ষা করানো হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই মন্ত্রীর বাড়িতে তার অসুস্থতার খবর দেওয়া হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর