বাংলা হান্ট ডেস্কঃ এবার এক হাজারেরও কম টাকাতেই পাড়ি দিতে পারবেন উড়ানে! মাত্র ৯৯৯ টাকাতেই কোচবিহার (Coochbehar) থেকে বিমান পথে পৌঁছে যাওয়া যাবে কলকাতায় (Kolkata)। উত্তর থেকে দক্ষিণবঙ্গ সফরের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় প্ৰতি মন্ত্রী (Union Minister) নিশীথ প্রামানিক (Nisith Pramanik)।
মন্ত্রী বলেন, শুরুর প্রথম তিন মাস কোচবিহার থেকে কলকাতা এবং কলকাতা থেকে কোচবিহার যাত্রায় বিমানের ভাড়া থাকবে মাত্র ৯৯৯ টাকা। তবে পরবর্তীতে বিমান সংস্থার নির্ধারিত ভাড়াতেই বিমান চলবে বলে জানানো হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই এই পরিষেবা পাওয়া যাবে।
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হচ্ছে এই উড়ান। উল্লেখ্য, অতীতেও কোচবিহারে বিমান পরিষেবা চালু ছিল। পরবর্তীতে দীর্ঘদিন সেই পরিষেবা বন্ধ থাকলেও ২০১১ সালে ফের এই পরিষেবা চালু করা হয়। সেই সময় মোট ১১ দিন বিমান পরিষেবা চালু থাকলেও তা স্থায়ী হয়নি।
এরপর গত লোকসভা নির্বাচন পূর্বে কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক বলেছিলেন , সাংসদ হিসাবে নির্বাচিত হলে ফের কোচবিহার থেকে বিমান পরিষেবা শুরু করার উদ্যোগ নেবেন তিনি। শুক্রবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে এসে পুনরায় উড়ান পরিষেবা শুরু করার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামশেদপুর, জামশেদপুর থেকে ভুবনেশ্বর— এই রুট গুলিতে চলবে বিমান। সপ্তাহে সাত দিনই বিমান পরিষেবা চালু থাকবে বলেও জানিয়েছেন মন্ত্রী। কেন্দ্র্রীয় সরকারের ‘উড়ান স্কিম’এর মাধ্যমে চালু হবে পরিষেবা। তবে নিশীথের এই ঘোষণা নিয়েও শুরু রাজনৈতিক তরজা।
৯৯৯ টাকায় পরিষেবা দেওয়ার বিষয়কে কটাক্ষ করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘‘কোচবিহারে বিমান পরিষেবা চালু হোক সেটা আমরাও চাই। তবে ৯৯৯ টাকার ভর্তুকি বিমান না চালিয়ে সেই টাকা গরিব মানুষের কল্যাণের কাজে ব্যবহার হলে তাতে বেশি ভাল হবে। রাস্তাঘাট, পানীয় জল, ১০০ দিনের কাজে এই টাকা ব্যবহার করুন, তাতেই দেশের মঙ্গল।’’