সরকারের বড়সড় কেলেঙ্কারি ফাঁস করলেন শুভেন্দু, গুরুতর অভিযোগ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলাহান্ট ডেস্কঃ একটা সমস্যা মিটতে না মিটতেই অন্য আর একটি সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে। এসএসসি-তে গ্রুপ ডি-র পর এবার গ্রুপ সি পদে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে। মামলা গড়াল হাইকোর্ট অবধি। আর এই বিষয়কে ইস্যু করেই শিক্ষামন্ত্রীকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)।

বাংলায় তৃণমূল সরকার আসার পর থেকেই উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে শুরু করে শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি, অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতির আঁতুড়ঘরে যেন পরিণত হয়েছে এসএসসি, এমনটাও অভিযোগ উঠেছিল। সেই বিষয়ে নিয়ে আবারও জলঘোলা শুরু হল।

jvjvbjh

কিছুদিন আগেই গ্রুপ ডি পদে নিয়োগের জন্য কতই না কাঠাখড় পুড়িয়ে অবশেষে তালিকা প্রকাশের সম্মতি পেয়েছিল রাজ্য। সেই বিষয়ে এখনও মীমাংসা হওয়ার আগেই, আবার গ্রুপ সি নিয়োগ নিয়ে উঠল দুর্নীতির অভিযোগ। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতেও।

কলকাতা হাই কোর্টে অভিযোগ করা হয়েছে, গ্রুপ সি পদে ৩৫০ জনকে অস্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করা হয়েছে। আর এই ৩৫০ জনের নাম-ঠিকানা-নিয়োগপত্র চেয়ে পাঠায় আদালত। আর সেই রিপোর্ট ভালো করে খতিয়ে দেখেই, ওই অস্বচ্ছ প্রক্রিয়ায় নিযুক্ত ৩৫০ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এই বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ করে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘এই বিষয়টা শুধুমাত্র সাড়ে তিনশ বা পাঁচশ জনের মধ্যেই সীমাবদ্ধ নেই, গোটা রাজ্যেই এমন ভুয়ো নিয়োগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই কাজে একাধারে যেমন তৃণমূলের মালিকরা যুক্ত, তেমনই অন্যদিকে শিক্ষামন্ত্রী এবং তাঁর দফতরের গোটা ব্যবস্থাপনাও যুক্ত রয়েছে’।

Smita Hari

সম্পর্কিত খবর