জোর কদমে চলছিল প্রস্তুতি! আচমকাই বাতিল শাহের বঙ্গসফর, কারণ সামনে আসতেই শোরগোল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। এই আবহে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার বঙ্গে আসার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)। তবে শেষ মুহূর্তে হঠাৎ বাতিল হয়ে গেল শাহী সফর (Bengal Tour)। রবিবার রাত ৯টা ৫৫ মিনিট দমদম বিমানবন্দরে নামার কথা ছিল শাহের। তারপর পরদিন সোমবার ছিল ঠাসা কর্মসূচি। তবে তার কোনও কিছুই আপাতত হচ্ছে না।

বিজেপি সূত্রে জানা গিয়েছিল, সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের মেচেদায় জনসভা করবেন শাহ। কান পাতলে শোনা যাচ্ছিল, শাহী সভাতেই নাকি বিজেপিতে যোগদান করার কথা ছিল শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর। তবে আচমকাই বাতিল হয়ে গেল শাহের বঙ্গসফর।

তবে কেন হঠাৎ বঙ্গ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, সে বিষয়ে বিজেপি শিবিরের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। মনে করা হচ্ছে বিহারে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে তার কারণেই শাহের বঙ্গ সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ শিরোনামে এখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। সূত্রের খবর, শীঘ্রই গেরুয়া শিবিরে (BJP) যোগ দিচ্ছেন জেডিইউয়ের নীতিশ। ইতিমধ্যেই এই নিয়ে বিজেপি তরফে সবুজ সংকেত মিলেছে বলেও জানা যাচ্ছে। শনিবারই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র দিতে পারেন নীতীশ, এমনও খবর শোনা যাচ্ছে।

amit shah (1)

আরও পড়ুন: শুরু হচ্ছে গরু পাচার মামলার শুনানি! তার আগে অনুব্রতকে কী পাঠাল CBI? শুনলে চমকে উঠবেন

বিজেপি সূত্রের খবর, আগামীকাল রবিবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার ফের বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতিশ। রবিবার সকালেই জেডি (ইউ) পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন দলের প্রধান। সূত্রের খবর, বিহারে গেরুয়া শিবিরের কিছু রাজ্য নেতাদের মধ্যে নীতিশকে নিয়ে আপত্তি থাকলেও বিজেপি শীর্ষ নেতৃত্ব পুরোনো সঙ্গীকে দলে নিতে মত দিয়েছে। বাংলার পড়শী বিহারের এই রাজনৈতিক অস্থিরতার জন্যই বঙ্গে আসছেন না শাহ এমনটাই খবর মিলেছে। যদিও বিজেপি শিবির এই নিয়ে খোলাখুলি কিছু জানায় নি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X