জালিয়াতি করে মেয়েকে শিক্ষিকার চাকরি! মন্ত্রীকে তলব CBI-র, মন্ত্রীসভা থেকেও সরানোর সুপারিশ

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি কেলেঙ্কারি নিয়ে রাজ্যজুড়ে তুঙ্গে শোরগোল। হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত ভার গেছে সিবিআইয়ের হাতে। এরই মধ্যে নিজের মেয়ের চাকরিতে দুর্নীতির অভিযোগে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই দপ্তরে হাজিরা দিকে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বলাই বাহুল্য এই রায়ের পিছনেও রয়েছেন কলকাতা হাইকোর্টের কার্যতই ‘কিংবদন্তী’ হয়ে ওঠা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

২০১৮ সালে মন্ত্রী কন্যা অঙ্কিতার মেখলিগঞ্জ হাইস্কুলে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা পদে যোগ দেওয়ার সময় থেকেই দানা বাঁধতে থাকে বিতর্ক। ওঠে একাধিক অভিযোগও। সেই মামলার রায় এবার শোনালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে এদিন রাত ৮টার মধ্যেই পরেশ অধিকারীকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে, যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন অবধি পরেশ অধিকারীকে মন্ত্রীসভার বাইরে রাখারও সুপারিশ করেছে কলকাতা হাইকোর্ট।

যদিও ২০১৮ সালে অর্থাৎ যে সময়ে অঙ্কিতা স্কুলের চাকরিতে যোগ দেন সেই সময় মোটেই শিক্ষামন্ত্রী ছিলেন না পরেশ অধিকারী। তিনি ছিলেন বাম আমলের মন্ত্রী। ২০১৮ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দেন তিনি। ২০১৯ সালের লোকসভা ভোটে নিশীথ প্রামাণিকের কাছে হারলেও ২০২১ এর বিধানসভা ভোটে মেখলিগঞ্জ থেকেই জেতেন পরেশ অধিকারী। এই জয়ের পরই মন্ত্রীসভায় স্থান দেওয়া হয় তাঁকে।

উল্লেখ্য, মঙ্গলবার যতক্ষণে হাইকোর্টের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এই রায় দেয় ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে আদালত। ফলে পরে আর ডিভিশন বেঞ্চে যাওয়ার সুযোগই পাননি মন্ত্রী। ফলে আদালতের নির্দেশ মানতে গেলে আজ তাঁকে যেতেই হবে সিবিআই দপ্তরে। এবার এদিন তাঁর দেখা কি মিলবে নিজাম প্যালেসে নাকি কোনও ক্রমেই তিনি এড়িয়ে যাবেন হাইকোর্টের এই নজিরবিহীন রায়কে তাই এখন দেখার।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর