বাংলাহান্ট ডেস্কঃ ভোরের আলো ফুটতে না ফুটতেই পৌঁছে গেলেন স্কুলে, শুরু করলেন সাফাইয়ের কাজ। জিজ্ঞেসা করতেই উত্তর এল, ‘এক ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতেই সকাল সকাল এখানে এসেই শুরু করি সাফাইয়ের কাজ’। এমনটাই জানালেন মধ্যপ্রদেশের বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর (Pradhuman Singh Tomar)।
বিষয়টা হল, গোয়ালিয়রের সরকারি স্কুলের এক ছাত্রী রাজ্যের এই মন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন ‘স্কুলের শৌচাগার বড্ড নোংরা’। আর ছাত্রীর করা অভিযোগের ভিত্তিতেই শনিবার সাতসকালে গোয়ালিয়রের সরকারি স্কুলে হাজির হন বিদ্যুৎমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর। শুরু করেন সাফাইয়ের কাজ।
Madhya Pradesh Energy Minister Pradhuman Singh Tomar cleaned the toilet of a govt school in Gwalior
"A girl student told me that there is no cleanliness in the toilets of the school, because of which the students face problems," Minister Pradhuman Singh Tomar said. (17.12) pic.twitter.com/Lcqu7QfGWL
— ANI (@ANI) December 18, 2021
সেখানে গিয়ে সময় নষ্ট না করে হাতে দস্তানা পরেই সাফাইয়ের কাজ শুরু করে দেন প্রদ্যুম্ন সিং তোমর। মন্ত্রীকে এভাবে শৌচাগার সাফাইয়ের কাজ করতে দেখে তৎক্ষণাৎ ছুটে আসেন আশপাশ থেকে অনেকেই। মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, কেন হঠাৎ এভাবে আচমকা স্কুলের শৌচাগার পরিস্কার করছেন তিনি?
উত্তরে মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর বলেন, ‘এক ছাত্রী আমাকে সরকারি স্কুলের শৌচাগারগুলির করুণ অবস্থার কথা জানিয়েছিলেন। তাই তাঁর অভিযোগ শুনে নিজেই এই কাজ করতে শুরু করি। সাফাই শুরু করি বিদ্যালয়ের শৌচাগারের’।
তবে মন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর এই ধরণের কাজ এই প্রথমবার করেননি। এর আগেও বহুবার তিনি এমন ধরণের কাজ করেছেন। একবার মধ্যপ্রদেশের এক সরকারি অফিসে গিয়ে চারপাশে আবর্জনা স্তূপ দেখে, অপরিষ্কার শৌচাগারের কথা শুনে নিজেই তা পরিস্কার করতে শুরু করেন। তবে এবার মন্ত্রী বিদ্যালয়ের শৌচাগার পরিস্কারের কাজ শুরু করতেই, নেওয়া হয় পদক্ষেপ।