৬৯ বছরে প্রাণ কাড়ল হৃদরোগ! প্রয়াত রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা

বাংলা হান্ট ডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। বুধবার রাতে হঠাৎ‌ই অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করানো হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College)। তবে শেষরক্ষা হল না। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু ক্ষণের মধ্যেই বেলা ১১টা নাগাদ প্রয়াত হন তিঁনি।

রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা। টানা ৩ বার ওই কেন্দ্র থেকে বিধায়ক হন তিঁনি। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলায় তাঁর হাত ধরেই প্রথম তৃণমূলে (Trinamool Congress) জয় আসে। দলের জেলা সভাপতি‌ও ছিলেন একসময়।

সুব্রতের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জেলা সহ গোটা বঙ্গের রাজনৈতিক মহলে। মন্ত্রীর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মন্ত্রীসভায় তাঁর এই সহকর্মীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

subrata saha

প্রসঙ্গত, সুব্রতবাবু পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও সামলেছিলেন একসময়। সুদীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিঁনি। তাঁর অকাল প্রয়ানে দুঃখ প্রকাশ করে ফিরহাদ হাকিম জানান, “সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘ দিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক এবং সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’ মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন কলকাতায় মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর