‘তাদের শাস্তি দেওয়া হোক…’, CBI তলব নিয়ে যা বললেন দমকলমন্ত্রী সুজিত বসু

   

বাংলা হান্ট ডেস্কঃ গোটা একটা বছর থেকে চর্চার শিরোনামে বঙ্গের দুর্নীতি ইস্যু। নিয়োগ দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ আরও বহু জনা। এরই মধ্যে গত ২৪ আগস্ট খবর ছড়িয়ে পড়ে পুরনিয়োগ দুর্নীতি মামলায় (Municipality recruitment scam) রাজ্যের এক মন্ত্রীকে (State Minister) তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

জানা যায়, পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু-কে (State Minister Sujit Bose) তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি মাসের ৩১ তারিখ অর্থাৎ আজ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজামে ডাকা হয়েছে বলেও খবর মিলেছিল। তবে এদিন এই সমস্ত খবর যে মিথ্যে সাংবাদিক বৈঠক করে সেই কথাই জানালেন দমকল মন্ত্রী।

ঠিক কী বললেন তিনি? এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যমে কয়েকদিন ধরে দেখানো হচ্ছিল পুর নিয়োগ সংক্রান্ত মামলায় আমাকে সিবিআই নোটিশ পাঠিয়েছে। তবে আমি প্রথম থেকেই বলেছিলাম কোনও নোটিশ পাইনি। আমি সিবিআইয়ের তরফে কোনও নোটিশ পাইনি।”

আজ স্পষ্ট ভাবে তিনি সকলকে বলেন, “আমি আজ পর্যন্ত কোনও নোটিস পাইনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমার মনে হচ্ছে কিছু স্বার্থান্বেষী লোক আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কালি ছেঁটানোর চেষ্টা করছে। কিন্তু তাঁরা কোনওদিনও সফল হবে না। ষড়যন্ত্রের নেপথ্যে কারা, তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।”

sujit

মন্ত্রীর হুঁশিয়ারি, “যদি ঠিক মতো তদন্ত করে সত্য প্রকাশিত না হয়, তাহলে আমি আইনের রাস্তায় হাঁটতে বাধ্য হব এবং মানহানির মামলা করব।” এরপর মন্ত্রীর মুখে উঠে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রসঙ্গ। তিনি বলেন, ‘এই ঘটনায় আমি খুব আহত হয়েছি। ছাত্রের র‌্যাগিং নিয়ে এত আলোচনা চলছে। কিন্তু এই ঘটনাও আমার কাছে র‌্যাগিং বলে মনে হচ্ছে। আমি খুব দুঃখ পেয়েছি।’ পাশাপাশি তিনি এও বলেন, “কোনও এজেন্সি ডাকলে নিশ্চয়ই যাব।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর