বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার রাতে লন্ডনের ওয়েস্টমিনস্টারের ম্যানশন হাউসে আয়োজন করা হয়েছিল অর্থমন্ত্রীর বার্ষিক ভাষণ ও ভোজসভার।ওই সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের খ্যাতনামা ব্যবসায়ী থেকে রাজনীতিকরা। সেখানেই রাত নটার দিকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনকারী এক নারী দল ঢুকে পড়েন। প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড এইসব নারীদের মধ্যে একজনকে ঘাড় ধরে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।
রাতের মধ্যেই এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।নেটিজেনরা কড়া সমালোচনা করেন মার্ক ফিল্ড এর। দৃষ্টির একাধিক আইন প্রণেতা প্রতিমন্ত্রীর এমন কর্মকাণ্ডকে জঘন্য’ আচরণ’ হিসেবে আখ্যায়িত করেন।
ঐদিন রাতেই এক সাক্ষাৎকারে এ ঘটনার জন্য ক্ষমা চান মার্ক ফিল্ড তিনি দাবি করেন ওই নারীর কাছে অস্ত্র থাকতে পারে ভেবেই তিনি এমনটা করেছেন। তিনি বলেন,অতিথিরা ওই নারীকে ভয় পাচ্ছিলেন বলে তিনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।
মার্ক ফিল্ডকে ২৪ ঘন্টার জন্য সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বরখাস্ত থাকবেন।তদন্ত শেষ হলে মার্ক ফিল্ডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।