‘এক জন বিচারপতি ও কিছু আইনজীবী মিলে সরকার ফেলার চেষ্টা করছে’, ফের বিস্ফোরক উদয়ন

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। ভোট যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক  আক্রমণ। সেই ধারাই অব্যাহত রেখে বিস্ফোরক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। ভরা সভা থেকে বিশ্বভারতীয় উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করলেন মন্ত্রী। তাকে প্রধানমন্ত্রীর বাড়ির চাকর বলেও মন্তব্য করেন উদয়ন। এখানেই শেষ নয়, নাম না নিয়ে তোপ দাগলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনজীবীদের একাংশকে।

এদিন কোচবিহারের (Coochbehar) দিনহাটায় রংপুর রোডে এক পথ সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানেই বক্তব্য রাখতে একের পর এক বিস্ফোরক মন্তব্য নেতার গলায়। সরাসরি আক্রমণ করলেন বিশ্বভারতীর উপাচার্য (Visva Bharati University) বিদ্যুৎ চক্রবর্তীকে। বলেন, ”যে সরকার দিনরাত এক করে সাধারণ মানুষকে পরিষেবার দেওয়ার চেষ্টা করছে, তাঁকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছেন।”

শুধু তাই নয়, ভরা সভা থেকে বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। গ্রেটার সুপ্রিমো অনন্ত মহারাজ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকে একহাত নেন তৃণমূল নেতা। ছাড় পায়নি বাম বাহিনীও। সমালোচনা করেন লাল নেতাদেরও। প্রসঙ্গত, এদিন শহরের রংপুর রোডে শহীদ স্মরণ সভায় আয়োজন করা হয়েছিল। সেই সভা থেকেই একের পর এক বোমা ফাটান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ৷

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিককে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ” শনিবার রাতে সিদ্ধেশ্বরীতে সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেছেন গ্রেটারের এই সভাতে যাওয়ার জন্য তৃণমূলের নেতারা জোর জবরদস্তি করছে। আমি এ কথা বলতে চাই প্রেমানন্দ দাসের মাধ্যমে আমাকে চিঠি পাঠানো হয়েছিল সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য। কিন্তু, আমি সেই চিঠি দেখিনি। চিঠি দেখলেও সেই অনুষ্ঠানে যেতাম না। কারণ, বিচ্ছিন্নতাবাদীদের অনুষ্ঠানে আমি যাই না।”

udayan

এখানেই থামেননি উত্তরবঙ্গের হেভিওয়েট তৃণমূল নেতা। এরপর গোটা কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, “ভোটের লড়াইতে না জিততে পেরে বাড়ির চাকর বাকরকে দিয়ে অপমান করছে বিজেপি। বিশ্বভারতী উপাচার্য নরেন্দ্র মোদীর বাড়ির চাকর। বিশ্বভারতীর উপাচার্য, একজন বিচারপতি ও কয়েকজন আইনজীবী মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার চেষ্টা করছেন। আপনার ক্ষমতা যদি থাকে তাহলে বিশ্বভারতীর চার গণ্ডি ছেড়ে বাইরে বেরিয়ে আসুন।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর