বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করবেন তিনি। তার আগে নাম না করেই পিএম মোদীকে নিশানা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। ‘কেউ আগে চায়ের ব্যবসা করতেন, এখন সিঁদুরের ব্যবসা করছেন’, বলেন তৃণমূল (Trinamool Congress) নেতা।
নাম না করেই মোদীকে নিশানা উদয়নের (Udayan Guha)!
অপারেশন সিঁদুরের মাধ্যমে পহেলগাঁও কাণ্ডের জবাব দিয়েছে ভারত। সেনার সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ। এই সামরিক অভিযান নিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিল বিরোধীরাও। তবে তৃণমূলের একাধিক নেতা-নেত্রীর এখন দাবি, অপারেশন সিঁদুর নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বিজেপি। মঙ্গলবার দিনহাটার একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এই নিয়ে সরব হন উদয়ন।
প্রধানমন্ত্রীর নাম না নিয়েই তৃণমূল (TMC) নেতা বলেন, ‘কেউ আগে চায়ের ব্যবসা করতেন, এখন সিঁদুরের ব্যবসা করছেন। আগে কেউ গরম চা বিক্রি করতেন, এখন তাঁদের রক্তে গরম সিঁদুর বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করতে একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে চলে আসছেন’।
আরও পড়ুনঃ বকেয়া DA মেটানোর তোরজোড় শুরু? বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর
এখানেই না থেমে উদয়ন আরও বলেন, ‘এভাবে মানুষের মধ্যে বিষ ঢোকানোর চেষ্টা করবেন না। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে… ধর্মীয় বিষ ঢুকিয়ে বিভাজনের চেষ্টা করবেন না’।
রাজ্যের মন্ত্রী বলেন, একটা সুন্দর, সুস্থ সমাজ গড়ে তোলাই উন্নয়নের প্রাথমিক বিষয়। সেই সমাজ গড়ে তুলতে যে জিনিসগুলি প্রাথমিকভাবে দরকার, তার মধ্যে অন্যতম হল এই ধর্মীয় বিভাজন রুখে দেওয়া ও ধর্ম নিরপেক্ষতা বজায় রাখা।
অন্যদিকে উদয়নের এই মন্তব্যের পাল্টা দিয়েছে বিজেপি (BJP)। বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘তৃণমূল কংগ্রেসের রুচির পরিচয় দিয়েছেন উদয়নবাবু। দল হিসেবে উনি ঠিকই বলেছেন, ‘বেচতে আসছেন’। আসলে উদয়নবাবুর দল তৃণমূল ও তাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য বেচে দিয়েছেন’।
উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর এই প্রথম বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সভা ঘিরে আলিপুরদুয়ারে উন্মাদনা তুঙ্গে। এই আবহে নাম না করেই তাঁকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। চুপ করে থাকেনি বিজেপিও। তৃণমূল নেতার মন্তব্যের পাল্টা দিয়েছে গেরুয়া শিবির।