‘এবারে আসবেন, প্যান্ট হলুদ হয়ে যাবে’, ফের বেলাগাম উদয়ন গুহ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote) যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক নেতাদের হুমকি হুঁশিয়ারির বহর। সেই ধারাই অব্যাহত রেখে ফের বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। ভরা সভা থেকে বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারির মন্ত্রীর। নির্বাচনে হারাতে এলে প্যান্টের রং বদলে দেওয়ার নিদান দিলেন উদয়ন। উদয়নের এই মন্তব্যের পরই শুরু রাজনৈতিক তরজা।

প্রসঙ্গত, ভোটপূর্বে শনিবার কোচবিহারের দিনহাটায় এক জনসভায় যোগ দেন তিনি। সেখান থেকেই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বলেন, “কীভাবে হারিয়েছিলেন মনে নেই? এবারে আসবেন, প্যান্ট হলুদ হয়ে যাবে, সেটা যেন মনে থাকে।“ দিনহাটার বড়শাকদলে তৃণমূল সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। এদিন তারই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে ঠিক এমনই হুঁশিয়ারি শোনা গেল মন্ত্রীর মুখে।

পাশাপাশি এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিকের সদ্য ঘোষণা করা বিমান পরিষেবাকেও কটাক্ষ করেন তিনি। বলেন, “গতকাল ঘোষণা করেছেন প্লেন চলবে। কোচবিহার থেকে কলকাতা প্লেন চলবে ১৫ তারিখে। ১ হাজার টাকা ভাড়া। এত কম ভাড়ায় প্লেনে চড়া যায় না। ওরা চড়াবে। ১ হাজার টাকার যারা টিকিট পাবেন, কেন্দ্রের সরকার তাদের জন্য ৩ হাজার টাকা ভর্তুকি দেবে। কিন্তু সেই প্লেনে যা আসনসংখ্য়া, আমাদের মা-বোনেরা তো সেই অবধি পৌঁছতেই পারবেন না।”

পাশাপাশি উদয়নের সংযোজন,” এই ভর্তুকি যাঁদের দেওয়া হবে, তাঁদের ভর্তুকি না দিলেও কিছু আসবে যাবে না। এক একজন ৩ হাজার টাকা করে ভর্তুকি পাবেন। কিন্তু বড়লোকদের ৩ হাজার টাকার ভর্তুকি না দিয়ে ওই ভর্তুকি তো কৃষকদের ইউরিয়ার জন্য দিতে পারে।”

udayan guha

উদয়নের মন্তব্যের পাল্টা বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “ওনার কথার প্রতিক্রিয়া দিতে আমার রুচিতে বাধে। যত বছর রাজনীতিতে আছি, এই ভাষায় পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষেও কেউ কোনওদিন কথা বলেছেন কি না জানি না।” পাশাপাশি মন্ত্রীকে একহাত নিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও।

বিজেপির দিনহাটা মণ্ডলের সভাপতি অজয় রায়ের বলেন, “উদয়ন গুহ ফালতু লোক। সবসময় আবল তাবল বলেন। উনি যে গ্রামেই দিদির দূত হয়ে যাচ্ছেন, লোকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন। আর উনি এসব বলে বেড়াচ্ছেন। আর বিমান পরিষেবা নিয়ে যা বলছেন, নিশীথ প্রামাণিক গরিব মানুষের কথা মাথায় রেখেই চালু করছেন। আমার তো মনে হয় উদয়ন গুহর এই মুহূর্তে মুখ সামলে কথা বলাই ভাল হবে।”

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X