‘BJP প্রার্থী দিলে শাস্তি হবে..’, পঞ্চায়েত ভোটের পূর্বে একি বলে বসলেন উদয়ন গুহ

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্ক যেন ক্রমাগত বেড়েই চলেছে। একের পর এক বেফাঁস মন্তব্যের কারণে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা উদয়ন গুহ (Udayan Guha)। বিজেপির পাশাপাশি এদিন নিজের দলীয় কর্মীদের উদ্দেশ্যেই হুঁশিয়ারি দিয়ে বসলেন তিনি। রাজ্যের মন্ত্রীর দাবি, “পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী দিলে দলের নেতাদের শাস্তি হবে।”

পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার পূর্বে বাংলার বিভিন্ন প্রান্তে শাসক বনাম বিরোধী দ্বন্দ্বে সরগরম পরিস্থিতি। এর মাঝে বিগত বেশ কয়েকদিনে উদয়ন গুহর একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি নিশীথ প্রামাণিককে উদ্দেশ্য করে বেফাঁস মন্তব্য করেন তিনি আর এবার কোচবিহারের দিনহাটার উত্তর কালমাটি এলাকায় একটি দলীয় কর্মসূচিতে যোগদান করে তৃণমূল কর্মীদেরই হুঁশিয়ারি দিয়ে বসলেন উদয়নবাবু।

এদিন তৃণমূল নেতা বলেন, “রেললাইনের ধারে আমাদের ৬টি পঞ্চায়েত সমিতির আসন রয়েছে। এখানে বিজেপি প্রার্থী দিতে পারবে না। যদি আমরা তাদের মদত দিই, আমাদের লোকজন গিয়ে বলে যে, তারা পাশে আছে, তাহলে সেটা আলাদা কথা। এই সকল আসনে যদি বিজেপি প্রার্থী দেয়, তাহলে আমাদের নেতাদের শাস্তি হবে।”

পরবর্তীতে অবশ্য উদয়নবাবু বলেন, “কাউকে মারধর করা চলবে না। মনোনয়ন পেশ করতে গেলে বাধা দেবেন না। আমাদের দলের সংগঠন এমন ভাবে তৈরি করতে হবে, যাতে বিজেপি প্রার্থী দিতে না পারে।”

উল্লেখ্য, সম্প্রতি দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে উদয়ন গুহ বলেন, “ভেটাগুড়ি যাচ্ছেন, ভালো কথা। কিন্তু সেখান থেকে ফেরার সময় যদি রাস্তায় গাড়ি মিশে যায়, তাহলে দোষ দেবেন না।” উদয়নবাবুর এহেন মন্তব্যকে কেন্দ্র করে জোর জল্পনার সৃষ্টি হয় তৃণমূলের অন্দরে।

udayan guha

একইসঙ্গে কয়েকদিন পূর্বেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের সঙ্গে বাকযুদ্ধে জড়ান তৃণমূল নেতা। আর এবার বিতর্কিত মন্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিলেন, “যদি কেউ গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করে, তাহলে ফল ভালো হবে না।”

Sayan Das

সম্পর্কিত খবর