‘আগুনে হাত দিলে হাত পুড়বে…’, নাম না করে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ উদয়নের

বাংলা হান্ট ডেস্কঃ দুদিন হল সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) এজলাস থেকে সরে গিয়েছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলা। আর তারপর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শোরগোল পরে গিয়েছে বঙ্গে। সুপ্রিম সিদ্ধান্তের পর রাজ্যের এক শ্রেণীর মানুষ ভেঙে পড়েছেন হতাশায়। তবে অন্যদিকে চলছে বিচারপতিকে নিয়ে কটাক্ষ, তীব্র আক্রমণ।

এরই মাঝে সোশাল মিডিয়ায় একাধিক পোস্ট করে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়েনা মন্ত্রীর, আবার বিরোধীদের অভিযোগ তিনি নিজেই বিতর্ক ভালোবাসেন। হরদম যেখানেই বিতর্ক সেখানেই উদয়নবাবু। আর এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে বিতর্ক টানলেন। আর সেই পোস্টগুলিতে নাম না করে তিনি লক্ষ্যবস্তু বানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।

   

কি পোস্ট করলেন উদয়ন? মন্ত্রীর একটি পোস্ট ছিল, “ভারতীয় সংবিধানে সবার জন্যই একটা লক্ষণ রেখা আছে। সে যেই হোক। শচীন, মোদী বা গাঙ্গুলি।” এরপর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে নিয়ে বিচারপতি যে মন্তব্য করেন তার পরিপ্রেক্ষিতে উদয়ন ফের পোস্ট করেন, “আগুনে হাত দিলে হাত পুড়বে, বলার জন্য ভবিষ্যৎদ্রষ্টা হওয়ার প্রয়োজন নেই। বাস্তব বুদ্ধির দরকার।”

প্রসঙ্গত, এই প্রথম নয় আগেও একাধিক বার বিতর্কিত পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন মন্ত্রী। আর এবার একেবারে নাম না করে বিচারপতিকে নিয়ে পোস্ট করায় উঠেছে সমালোচনার ঝড়। রাজ্যের একজন মন্ত্রীর কাছ থেকে এই ধরনের সোশাল মিডিয়া পোস্ট একেবারেই অনভিপ্রেত।

udayan

উদয়নের এই পোস্টের পর বিরোধীদের অভিযোগ, এসব করে রাজ্যের দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছেন মন্ত্রী। কারণ গোটা রাজ্য সাক্ষী, কিভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় বেলাগাম দুর্নীতির বিরুদ্ধে একের পর এক শক্ত হাতে রায় দিচ্ছিলেন। যদিও নিজের করা পোস্ট নিয়ে মুখ খোলেননি মন্ত্রীমশাই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর