চেক পোস্টে আটকাল মন্ত্রীর গাড়ি, ক্ষমতার বড়াই না করে পুলিশ কর্মীদের নগদ ক্যাশ উপহার দিলেন মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ রাস্তার চেকিং হোক বা সাধারণ মানুষের জন্য অন্য কোন নো এন্ট্রি জোন, সব জায়গাতেই কিন্তু স্পেশাল মানুষেরা স্পেশাল পরিষেবা পেয়ে থাকেন। কিন্তু মধ্য প্রদেশে (Madhya Pradesh) এর ঠিক উল্টোটাই ঘটল। চেকিং-এর জন্য আটকে দেওয়া হল শিবরাজ ক্যাবিনেট মন্ত্রী প্রদ্যুমন সিং তোমারের গাড়ি। এরপরই ঘটল সেই বিরলতম ঘটনা।

চেক পোস্টে  আটকানো হল মন্ত্রীর গাড়ি
অন্যান্য সময় দেখা যায়, যদি কখনও কোন ঘটনার চেকিং-এর সময় সধারণত নেতা বা মন্ত্রীদের গাড়ি আটকানো হয় না। আর যদিও বা আটকানো হয়, তাহলে স্বাভাবিক ভাবেই নিজদের ক্ষমতার বড়াই করে তারা ক্রুদ্ধ হয়ে ওঠেন। কিন্তু এক্ষেত্রে ঠিক তাঁর উল্টোটাই ঘটল। চেকিং পোস্টে মন্ত্রী প্রদ্যুমন সিং তোমারের (Pradhuman Singh Tomar) গাড়ি আটকে চেক করায় পুলিশ কর্মীদের সাহসের প্রশংসা করলেন শিবরাজের ক্যাবিনেট মন্ত্রী। এমনকি পরদিন নিজে পুলিশ ষ্টেশনে গিয়ে তাদের সম্মান জানিয়ে প্রশংসা করে এলেন।

njnkjnkj

মন্ত্রী প্রশংসা করলেন পুলিশ কর্মীদের
শনিবার রাতে মধ্য প্রদেশের মন্ত্রী প্রদ্যুমন সিং তোমার তাঁর নির্বাচনী এলাকা গোয়ালিয়র ইস্টে বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়িতে ফিরে আসছিলেন। সেইসময় একটা চেকিং পয়েন্টে পুলিশ কর্মীরা তাঁর গাড়ি থামিয়ে চেকিং করে। এই কাজে মন্ত্রী বিন্দুমাত্র বিরক্ত না হয়ে, উল্টে পুলিশকর্মীদের সাহসের প্রশংসা করেন এবং তাদের কাজে সাহায্যও করেন।

পুলিশ কর্মীদের প্রশংসা করলেন মন্ত্রী
মন্ত্রী প্রদ্যুমন সিং তোমার পুলিশকর্মীদের এই কাজ অত্যন্ত আবেগান্বিত হয়ে পড়েন। তিনি সেইসময়ে উপস্থিত পুলিশ কর্মীদের সম্মান জানাতে পরদিন সোজা কন্ট্রোল রুমে পৌঁছান। সেখানে গিয়ে সেইসকল পুলিশ কর্মীদের প্রশংসা করে কিছু নগদ পুরস্কার দেন এই সাহসিকতা প্রদর্শনের জন্য। সেইসঙ্গে তাদের এই সাহস ধরে রাখার এবং নিজের কাজে বহাল থাকারও পরামর্শ দেন।


Smita Hari

সম্পর্কিত খবর