কোভিড বিধি মেনে রাজভবনে রাজ্যের ভাবি মন্ত্রীদের শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকর

বাংলা হান্ট ডেস্কঃ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় ফিরেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগতভাবে নন্দীগ্রাম থেকে কয়েকশো ভোটে হারলেও, রাজ্যে প্রায় দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতা দখল করেছে দল। এবার নিজের মতো করে মন্ত্রিসভা সাজিয়ে নেওয়ার পালা। রবিবারই ১৬ জন নতুন মুখ সহ মোট ৪৩ জন মন্ত্রীর নাম ঘোষণা করেছিলেন মমতা। আজ সেই অনুযায়ী রাজভবনে তাদের শপথ নেবার পালা।

আজ সকাল দশটা নাগাদ রাজভবনে পৌঁছান রাজ্যের ভাবি মন্ত্রীরা। কোভিডের কারণে অনুষ্ঠান অনাড়ম্বর হলেও ঐতিহাসিক থ্রোন রুমেই শপথবাক্য পাঠের আয়োজন করা হয়। করোণা সংক্রমিত হওয়ার কারণে আজকের অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মন্ত্রী ব্রাত্য বসু। তবে ভার্চুয়াল মাধ্যমেই শপথ গ্রহণ করেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে একইভাবে শপথ গ্রহণ করেন অমিত মিত্র এবং রথীন ঘোষও। সকাল সাড়ে দশটা নাগাদ রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের আগে তার কাছে আশীর্বাদ গ্রহণ করেন বেশ কয়েকজন। ”কোভিড সকলে মেনে চলো, শপথ নিয়ে কেউ প্রণাম করতে এসো না”, বলেন মুখ্যমন্ত্রী।

সকাল ১০ টা ৪৪ নাগাদ রাজভবনের থ্রোন রুমে এসে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধনকর। পূর্ণ মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসেবে কারা কারা দায়িত্ব নেবেন তার তালিকা আজ পড়ে দেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ১০:৪৭ নাগাদ শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং সমস্ত প্রতিমন্ত্রীদের একইসঙ্গে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। করোনা আবহের কারণে অনুষ্ঠান ছিল অতি সংক্ষিপ্ত। রাজ্যপালের পাশে দাঁড়িয়েও এদিন শপথ নেননি কেউই।

আজ অনুষ্ঠান শেষে একান্তে বেশ কিছুক্ষণ আলাপ করেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। বেলা ১১ টা ০৫ নাগাদ চা চক্রে যোগ দেন রাজ্যের মন্ত্রীবর্গ।কিছুক্ষণ সময় কাটানোর পর সকলেই রওনা দেন নবান্নের উদ্দেশ্যে। আজ সেখানেই প্রথম বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা ১১:৪২ নাগাদ নবান্নে পৌঁছান রাজ্যের মন্ত্রীরা। আজ এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন কাকে কোন পদ দেওয়া হবে। প্রথম বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সম্পূর্ণ লকডাউনের পক্ষে নন তিনি। এতে অনেক মানুষ বিপদে পড়বেন। তবে একই সঙ্গে সকলকে কড়াভাবে স্বাস্থ্যবিধি মান্য করারও নির্দেশ দেন তিনি। সাথে সাথেই প্রত্যেকটি মেডিকেল কলেজে নিজস্ব অক্সিজেন প্লান্ট তৈরি করারও পরামর্শ দেন মমতা।


Abhirup Das

সম্পর্কিত খবর