আরও চাপে রাজ্য! ১৮৫২ কোটি টাকা বকেয়া চেয়ে নবান্নকে লিখিত বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরও চাপে নবান্ন (Nabanna)। কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বকেয়া টাকা চেয়ে রাজ্য সরকারকে লিখিত বার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। মন্ত্রক তরফে জানানো হয়েছে, রাজ্যের বিপুল পরিমান বকেয়া থাকায় সেই মূল অর্থের উপর জরিমানা ধার্য হয়েছে। সব মিলিয়ে রাজ্যকে প্রায় ১৮৫২ কোটি টাকা মেটানোর কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রক তরফে জানানো হয়েছে, গত বছর ৩০ জুন পর্যন্ত এই খাতে রাজ্যের কাছে মোট ১৮০৬ কোটি টাকা বকেয়া রয়েছে। এরপর গত বছরের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হওয়া বকেয়ার পরিমান প্রায় ২১ কোটি টাকা। মন্ত্রকের নিয়ম অনুসারে, কোনো কারণে ৯০ দিনের মধ্যে সেই খাতে অর্থ না মেটাতে পারলে বাড়তি ২.৫% হারে জরিমানা করা হয়। সেই মতোই জরিমানার পরিমান হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা। বর্তমানে সব মিলিয়ে প্রায় ১৮৫২ কোটি টাকা মেটানোর জন্য রাজ্যকে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন, আইনশৃঙ্খলা-সহ একাধিক কারণে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন হয়ে থাকে। যেমন নির্বাচন থাকলে জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়। এই বাহিনী বাবদ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সমস্ত রাজ্যের কাছ থেকেই দাবি করে কেন্দ্রসরকার। তবে সূত্রের খবর, রাজ্যের কথায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে বিপুল অর্থ বকেয়া রয়েছে রাজ্যের। সেই হিসেবে বিচার করলে মন্ত্রকের চাওয়া অর্থের পরিমাণ তার তুলনায় অনেক কম।

এই বিষয়ে নবান্নের এক কর্তার কথায়, “ কেন্দ্রীয় বাহিনী রাজ্য চায়নি। কারও না কারও সুপারিশে তা এসে থাকে। মাঝে মাঝেই কেন্দ্রের থেকে রাজ্যের কাছে এমন চিঠি প্রায়ই আসে। অন্য দিকে দেখলে, কেন্দ্রের থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার কথা রাজ্যের। তা পাওয়া যাচ্ছে না। সেই বিষয়টাও নজরে রাখা জরুরি।”

প্রসঙ্গত, কিছুদিন আগেই বঙ্গ সফর করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। তারপর থেকেই রাজ্যের শাসকদলের একাধিক নেতারা শাহকে আক্রমণ করে চলেছেন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগের দাবি নিয়ে সরব হয়েছেন। এই পরিস্থিতিতেই এবার বকেয়া মেটাতে নবান্নকে চাপে ফেলল কেন্দ্র।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X