আরজি কর মামলার শুনানির আগেই বড় পদক্ষেপ! এবার রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র, তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে শিরোনামে কেন্দ্র ভার্সেস রাজ্য! মঙ্গলবার রাজ্যের বিরুদ্ধে শীর্ষ আদালতের (Supreme Court) দ্বারস্থ হয়েছে কেন্দ্র। রাজ্যের তরফ থেকে আরজি করে মোতায়েন সিআইএসএফকে যথাযথ সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না, অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতর।

  • রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে (Supreme Court) কেন্দ্র

গত ২০ আগস্ট আরজি করের ঘটনার প্রেক্ষিতে এখানকার নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের (CISF) হাতে তুলে দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়। এরপর ২৩ আগস্ট হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে তুলে নেই কেন্দ্রীয় বাহিনী। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অভিযোগ, রাজ্যের তরফ থেকে সিআইএসএফ-কে যথাযথ সুযোগ-সুবিধা প্রদান করা তো দূর, বরং অসহযোগিতা করা হচ্ছে।

  • কী কী অভিযোগ আনা হয়েছে?

মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সুপ্রিম কোর্টে (Supreme Court) এই নিয়ে একটি আর্জি জানানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, সিআইএসএফের থাকার জন্য জায়গা নেই। বর্তমানে শহর কলকাতার উপকণ্ঠে একটি জায়গায় থাকতে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। সেখান থেকে আসতেই প্রায় ঘণ্টা খানেক সময় লেগে যায়। এমতাবস্থায় কোনও জরুরি পরিস্থিতি দেখা দিলে কেন্দ্রীয় বাহিনী কার্যকরভাবে প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হবে।

আরও পড়ুনঃ বিচার চাই! এবার ‘রাত দখলে’ নামছে নির্যাতিতার পরিবার! কী বলছেন বাবা?

একইসঙ্গে আরও একাধিক অভিযোগ এনেছে অমিত শাহর দফতর। তাঁদের দাবি, সিআইএসএফ-র থাকার জায়গায় সমস্যার পাশাপাশি নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রেও সমস্যা রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)।

Supreme Court

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সিআইএসএফকে যথাযথ সুযোগ-সুবিধা প্রদান করার ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) যাতে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে যথাযথ সহযোগিতা করে সেই বিষয়ে সুপ্রিম কোর্টকে স্পষ্ট নির্দেশ দিতে হবে।

রাজ্য সরকার যাতে এই আদেশ অমান্য না করে সেটা সুনিশ্চিত করার কথাও বলেছে শাহি মন্ত্রক। পাশাপাশি বলা হয়েছে, যদি ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের (Supreme Court) আদেশ অমান্য করে, তাহলে যেন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। আরজি কর মামলার শুনানির আগেই কেন্দ্রের এই পদক্ষেপের ফলে জোর শোরগোল পড়ে গিয়েছে।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর