ভিন ধর্মে বিয়েতে না, বাড়িতে ঢুকে ১৭ বছরের কিশোরীর মাথা থেঁতলে খুন করল উন্মাদ প্রেমিক! এলাকায় উত্তেজনা

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর বেগমপুর এলাকায় এক ১৭ বছরের কিশোরীকে হাতুড়ি মেরে হত্যা করল এক যুবক। কিশোরীকে খুন করার পর সেখান থেকে পালিয়ে যায় ওই যুবক। ১৭ বছরের কিশোরীকে হত্যা করা ওই যুবক বিশেষ সম্প্রদায় ভুক্ত। দিল্লী পুলিশ অভিযুক্তের খোঁজ করছে।

দিল্লী পুলিশের সুত্র অনুযায়ী, মৃত কিশোরী নিজের পরিবারের সঙ্গে বেগমপুর এলাকায় বাস করত। শুক্রবার বিকেলে তাঁর প্রতিবেশী লইক খান নামের এক যুবক জোর করে কিশোরীর বাড়িতে ঢুকে পড়ে আর তাঁর মাথায় হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করতে থাকা। কিশোরীর মৃত্যুর পর অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

পুলিশ সুত্র অনুযায়ী, প্রতিবেশী হওয়ার কারণে ওই কিশোরী আর যুবকের পরিবারের মধ্যে পরিচিতি ছিল। অভিযোগ, অভিযুক্ত লইক খান ওই ১৭ বছরের কিশোরীকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করত। কিশোরী আর তাঁর পরিবার এই লইক খানের সঙ্গে সম্পর্কের বিরোধী ছিল। আর বিয়েতে রাজি না হওয়ার রাগের বসে কিশোরীর বাড়িতে ঢুকে তাঁকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে মেরে ফেলে লইক খান।

পুলিশ কিশোরীর দেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছে। পুলিশ অভিযুক্ত লইক খানকে হন্নে হয়ে খুঁজছে। সাম্প্রদায়িক উত্তেজনা যাতে না ছড়ায়, সেই কারণে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর