বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণ ডেবরায়, রক্তাক্ত অবস্থায় উদ্ধার দশম শ্রেণির ছাত্রী

বাংলা হান্ট ডেস্কঃ ধর্ষণ কাণ্ড যেন থামার নামই নিচ্ছে না। রাজ্যে একের পর এক ধর্ষণ কাণ্ডে প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। তবে, সবথেকে বেশি ধর্ষণের শিকার হচ্ছে রাজ্যের নাবালিকারা। হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর রাজ্যর চারিদিক থেকেই একের পর এক ধর্ষণের খবর পাওয়া যাচ্ছে। আর এবার শিরোনামে পশ্চিম মেদিনীপুরের ডেবরা।

দশম শ্রেণিতে পাঠ্যরত ওই নাবালিকার বয়স ১৬ বছর। তাঁকে ফাঁকা বাড়িতে ঢুকে ধর্ষণ করে তাঁরই প্রতিবেশী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থানায় অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। চারিদিকে জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত মঙ্গল মান্ডি।

নাবালিকার পারিবারিক সূত্রের খবর অনুযায়ী, মামার বাড়িতে থেকে পড়াশোনা করত নাবালিকা। রবিবার বিকেলে মেয়ের দিদিমা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে মঙ্গল। এরপরই সে ঘটায় পৈশাচিক কাণ্ড। দিদিমা বাড়ি ফিরে আসার পর নাতনিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর প্রতিবেশীদের সাহায্য নিয়ে তাঁকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছয়।

নাবালিকার পরিবারের তরফ থেকে ডেবরা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে এবং অভিযুক্তকে মঙ্গলকে খুঁজে বেড়াচ্ছে। বর্তমানে মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন নাবালিকা।

Koushik Dutta

সম্পর্কিত খবর