বাংলা হান্ট ডেস্কঃ বাংলার বুকে আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। এবার অভিযোগের আঙুল উঠেছে সংখ্যালঘু সংগঠনের বিরুদ্ধে। গতকাল বিধানসভা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন দক্ষিণ 24 পরগনা জেলার কুলপির তৃণমূল কংগ্রেস বিধায়ক যোগ রঞ্জন হালদার। তবে রাস্তার মাঝে ঘটে যায় দুর্ঘটনা।
সূত্রের খবর, কুলপির তৃণমূল কংগ্রেস নেতা যোগ রঞ্জন হালদার গতকাল বিষ্ণুপুর থানার চৌরাস্তা মোড়ের ওপর দিয়ে বাড়ি ফিরছিলেন আর সেই সময় সংখ্যালঘু সংগঠনের তরফ থেকে তাঁর ওপর হামলা চালানো হয়।
উল্লেখ্য, বিগত দু’দিন ধরে বাংলার বিভিন্ন প্রান্তে পয়গম্বর ইস্যুতে বিক্ষোভ দেখিয়ে চলেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। দিকে দিকে গাড়ি ভাঙচুর, পুলিশকে উদ্দেশ্য করে বোমা এবং ইট বৃষ্টির মাঝে উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। গতকাল দক্ষিণ 24 পরগনা জেলায় আন্দোলনে বসেছিল বিক্ষোভকারীরা। অভিযোগ, সেই এলাকা দিয়ে গাড়ি করে ফিরছিলেন তৃণমূল বিধায়ক আর সেই সময় তাঁর গাড়িকে উদ্দেশ্য করে ভাঙচুর চালানো হয়। শুধু তাই নয়, তৃণমূল বিধায়ককে মারধরেরও অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। যোগ রঞ্জন হালদারের কথায়, “বিক্ষোভকারীরা হঠাৎ আমার গাড়ি উদ্দেশ্য করে ভাঙচুর চালানো শুরু করে। এরপর আমাকে মারধর করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে না পৌঁছলে হয়তো আরো ভয়ানক কোন ঘটনা করতে পারত।”
সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার জানান, “এই হামলার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তদন্ত শুরু করা হয়েছে; আশা করা হচ্ছে, খুব দ্রুত অপরাধীদের জেল হেফজতে নেওয়া সম্ভব হবে।”