“তোরা আমাকে বাঁচতে দিলি না…”, ছাত্রদলের নেতার হাতে হেনস্থা! চরম সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দু তরুণীর

বাংলাহান্ট ডেস্ক : গত বছর অগাস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ আসছে ‘নতুন’ বাংলাদেশ (Bangladesh) থেকে। এবার এর নবতম সংযোজন হল পটুয়াখালীর বাউফলের এক মর্মান্তিক ঘটনা। সরকারের সমর্থক ছাত্রদলের নেতাদের হাতে নিগৃহীত এবং অপদস্থ হয়ে চরম পদক্ষেপ নিলেন বছর ১৯ এর এক তরুণী। গত সোমবার নিজের বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর দেহ।

কী ঘটনা ঘটেছে বাংলাদেশে (Bangladesh)

জানা গিয়েছে, এই ঘটনা গত সোমবার দুপুরের। ছাত্রদলের নেতা হৃদয় রায়হান এবং তাঁর দলবলের হাতে অপদস্থ হওয়ার পরেই তরুণী এই রাস্তা বেছে নেন বলে অভিযোগ। প্রথম বর্ষের ওই স্নাতক পড়ুয়ার নাম ইতি দাস। বরিশালের (Bangladesh) সরকারি সৈয়দ হাতেম আলি কলেজের ছাত্রী ছিলেন তিনি। ইতির বন্ধু, স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, সোমবার সকালে সরস্বতী পুজো উপলক্ষে ঘুরতে গিয়েছিলেন তিনি। দুপুরে এক বন্ধুকে নিয়ে তিনি রেস্তোরাঁয় যান।

Minority girl took drastic step in Bangladesh

কী ঘটে তরুণীর সঙ্গে: সেখানেই ছাত্রদলের ওই নেতা এবং তাঁর দলবল দুজনকে উত্যক্ত করতে শুরু করে অভিযোগ। এমনকি বাধা দিতে গেলে ইতি ও তাঁর বন্ধুর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। রেস্তোরাঁর বাইরে নিয়ে গিয়ে অপদস্থ করা হয় তাঁদের, এমনকি ইতির বাবা মাকে ডেকে আনা হয়। সমস্যা বাড়ছে দেখে ইতির এক বন্ধু পুলিশে অভিযোগ জানালে বাউফল (Bangladesh) থানার সহকারী উপপরিদর্শক তাঁদের থানায় নিয়ে যান। বিকেল ৪ টে নাগাদ ইতি আর তাঁর বন্ধুকে ছেড়ে দেয় পুলিশ। অভিযোগ, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না করে ইতিদেরই থানায় তুলে নিয়ে যায় পুলিশ। সেসময় থানার বাইরেই ছিলেন অভিযুক্ত হৃদয় এবং তাঁর দলবল। সূত্রের খবর, থানা থেকে বেরিয়ে তাঁদের উদ্দেশে ইতি বলেছিলেন, “তোরা আমাকে আর বাঁচতে দিলি না”।

আরো পড়ুন : চমকের পর চমক! দু বছরের জনপ্রিয় মেগার নায়ক ফিরছেন জলসার নতুন সিরিয়ালে

কী অভিযোগ উঠছে: তরুণীর স্বজনদের দাবি, থানা থেকে বাড়ি ফিরেই দোতলায় উঠে যান ইতি। রাতে খাবারের জন্য তাঁকে ডাকতে গিয়ে তাঁর মা মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (Bangladesh) নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়নি। অভিযুক্ত নেতা হৃদয় পালটা দাবি করেছেন, ওই তরুণীকে তাঁর বন্ধুর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছিলেন তাঁরা। কিন্তু রেস্তোরাঁর দুই কর্মচারী এবং প্রত্যক্ষদর্শী তাঁর দাবি মিথ্যে বলে জানিয়েছেন। ইতির এক খুড়তুতো দাদার অভিযোগ, চোখের সামনে বন্ধু এবং স্বজনদের অপদস্থ হতে দেখে মেনে নিতে পারেননি তিনি। তাই এই চরম পথ বেছে নেন। কিন্তু অভিযুক্ত নেতা ছাত্রদলের (Bangladesh) নেতার ঘনিষ্ঠ। এর জেরে এই ঘটনার পর ইতির পরিবারের সদস্যরাই আতঙ্কে রয়েছেন।

আরো পড়ুন : বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসে উস্কানি দিয়েছে পাকিস্তান? আসল সত্যি “ফাঁস” হতেই তোলপাড় শুরু বাংলাদেশে

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্য হেনস্থার অভিযোগ স্বীকার করেছেন। তিনি জানান, অপমৃত্যু মামলা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ময়না তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো মৃত তরুণীর পরিবারের তরফে কোনো অভিযোগ তিনি পাননি বলেই জানিয়েছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর