Bangla Hunt Desk: ভারত (india) ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে বিভিন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই একসঙ্গে বসবাস করে। তবে এদেশ হিন্দু প্রধান রাষ্ট্র বলেই বিবেচিত। এই হিন্দু প্রধান দেশে নাকি এমন ১০ টি রাজ্য আছে, যেখানে হিন্দুরাই সংখ্যায় অনেক কম। সেই সকল সংখ্যালঘু হিন্দুরাও নাকি তাঁদের প্রাপ্য সম্মান পাচ্ছেন না।
ভারতে সংখ্যালঘু রাজ্য!
ভারতের ১০ রাজ্যের সংখ্যালঘু হিন্দুদের অধিকার রক্ষার দাবিতে সম্প্রতি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন এক বিজেপি নেতা। তাঁর অভিযোগ, ভারত হিন্দু প্রধান দেশ হওয়া সত্ত্বেও, ভারতে এমন ১০ টি রাজ্য আছে, যেখানে অন্যান্য সম্প্রদায়ের থেকে হিন্দুরা সংখ্যায় অনেক কম। অর্থাৎ সেখানে তারা সংখ্যালঘু’।
দায়ের হল মামলা
এরপর বিজেপি নেতা আরও জানান, ‘সেইসকল রাজ্যগুলোতে হিন্দুরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তারা কোন বিশেষ সুযোগ সুবিধা পান না। অর্থাৎ, ওই সকল রাজ্যের হিন্দুরা সংখ্যালঘুর প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত’। এই ১০ টি রাজ্যের সংখ্যালঘু হিসাবে ঘোষণা করার জন্য এই বিজেপি নেতা সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। জানা গিয়েছে, আরও এক আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়ও এই বিষয়ে মামলা দায়ের করেছেন।
কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট
এই বিজেপি নেতার পক্ষে সুপ্রিম কোর্টে ওই ১০ রাজ্যে হিন্দু সংখ্যালঘু ঘোষণা করার পক্ষে সওয়াল করেছেন আইনজীবী বিকাশ সিং। দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই ঘটনার বিষয়ে কেন্দ্র সরকারের কাছে জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এসকে কৌল কেন্দ্র সরকারের আইন মন্ত্রক, সংখ্যালঘু মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রককে এই মামলার বিষয়ে এক নোটিশ জারী করে জবাব চেয়েছেন।