হাসপাতালে এক সংখ্যালঘু মহিলার মৃত্যুর পর ডাক্তারের উপর আক্রমণ !

Published On:

বাংলা হান্ট ডেস্ক: গনপিটুনি নিয়ে প্রায় মিথ্যা গুজব রটিয়ে উত্তেজনা মূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়। উদাহরণস্বরূপ, জয় শ্রী রাম না বলায় মারা হয়েছে ইত্যাদি নানা মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হয়। তবে লখনউ এর এক হাসপাতাল আসল গণপিটুনির সাক্ষী রইল। হাসপাতালে সায়রা বানো নামের এক মুসলিম মহিলার মৃত্যুর পর কট্টরপন্থীরা হাসপাতালে আক্রমন করে বসে। এই ঘটনা লখনউ এর সবথেকে প্রসিদ্ধ চিকিৎসা কেন্দ্রের মধ্যে একটা KGMU তে ঘটিত হয়েছে। যদিও বেশিরভাগ মিডিয়া ঘটনাটিকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ সামনে এসেছে।

এখানে ল্যারি কার্ডিওলজি ডিপারমেন্টে সায়রা বানো নামের এক মুসলিম মহিলাকে তার পরিবার পরিজন নিয়ে এসেছিল।সায়রা বানোর স্থিতি খুবই খারাপ ছিল। ডাক্তারের তাদের সমগ্ৰ প্রয়াস করেছিল রোগীকে বাঁচানোর। কিন্তু জীবনের গ্যারান্টি কোনো।ডাক্তারের হাতে লেখা থাকে না। ডাক্তারেরা প্রচন্ড প্রয়াস করেও ওই মুসলিম মহিলাকে বাঁচাতে পারেননি। সায়রা বানোর মৃত্যুর পর কট্টরপন্থীরা পুরো ভিড় নিয়ে এসে হাসপাতালে আক্রমন চালায়। পুরো হাসপাতাল জুড়ে কট্টরপন্থীরা যে উৎপাত চালায় তা ডাক্তার, নার্সদের ও অন্য রোগীদের জীবনকেও বিপদে ফেলে দেয়।

উন্মাদী কট্টরপন্থীদের এত বড় ভীড় হাসপাতালে আক্রমন করে যে তিনটি থানার পুলিশকে ডাকতে হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। পুলিশ আসার আগে পর্যন্ত কট্টরপন্থীরা হাসপাতালে চরম উৎপাত করে। ডাক্তাররা জানান যে, উনারা হাসপাতালের মধ্যেই লুকিয়ে নিজেদের প্রাণ বাঁচান। কিছু কিছু ডাক্তার নিজেকে বাথরুমে বন্দি করে প্রাণ বাঁচায়।

সম্পর্কিত খবর

X