‘অসম শালা’র দশ বছর পূর্তি, ভাইরাল গানের প্রথম মিউজিক ভিডিও আনলেন মীর এবং ব‍্যান্ডেজ

বাংলাহান্ট ডেস্ক: ‘ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আগে তো নিয়ে আয় তালা’, রবীন্দ্রসঙ্গীতের লাইন দিয়ে শুরু করে প‍্যারোডি স্টাইলে বানানো একটি গান যে এত জনপ্রিয়তা পেতে পারে তা দেখিয়েছিলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। জন্ম হয়েছিল ‘অসম শালা’র। কমেডি শো ‘মীরাক্কেল’ এর মঞ্চে যে যে গান বেঁধেছেন মীর এবং ব‍্যান্ডেজ তাদের মধ‍্যে জনপ্রিয়তার দিক থেকে সবার উপরে থাকবে ‘অসম শালা’।

সোশ‍্যাল মিডিয়ার দৌলতে এখন কথায় কথায় ব‍্যবহার হয় ‘ভাইরাল’ শব্দটি। কোনো গান বা ভিডিও নেটিজেনদের পছন্দ হলেই তা ভাইরাল হয়ে যায় রাতারাতি। ভাইরাল গানের দৌলতে জনপ্রিয়তা পেয়েছেন এমন মানুষও বড় কম নেই। কিন্তু ‘অসম শালা’ যখন তৈরি হয় তখন সোশ‍্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। ‘ভাইরাল’ তো অনেক দূরের কথা।

Mir Bandage
দশ বছর আগে মীরাক্কেলের মঞ্চে তৈরি হয়েছিল অসম শালা। এতদিন পর এল সেই গানের মিউজিক ভিডিও। লকডাউনের সময়েই মীর অ্যান্ড ব‍্যান্ডেজ নামে একটি ইউটিউব চ‍্যানেল খুলেছিলেন কৌতুকশিল্পী। অসম শালার দশ বছর পূর্তি উপলক্ষে সেখানেই মুক্তি পেয়েছে মিউজিক ভিডিওটি।

সোশ‍্যাল মিডিয়ায় লাইভেও এসেছিলেন মীর। মিউজিক ভিডিও নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সেখানেই কয়েকজন প্রশ্ন করেছিলেন, দশ বছর পর হঠাৎ কেন মিউজিক ভিডিও তৈরি করার কথা ভাবলেন মীর? তিনি জানান, এর উত্তর তাঁর কাছেও নেই। আসলে গানটির দশ বছর পূর্তি উপলক্ষে একটা অজুহাত হিসাবেই তৈরি করা হয়েছে মিউজিক ভিডিওটি।

এই প্রথম কোনো মিউজিক ভিডিও পরিচালনা করলেন মীর। সঙ্গে অবশ‍্য পরিচালকের আসনে ছিলেন প্রশান্ত কুমার শূরও। মীর জানান, তাঁকে অনেক সাহায‍্য করেছেন প্রশান্ত। গানের কথা লিখেছেন মূলত মীর। কিছু লেখা রয়েছে গোধূলি শর্মারও। গানের সুর ব‍্যান্ডেজের।

Niranjana Nag

সম্পর্কিত খবর