সোশ‍্যাল মিডিয়ায় প্রার্থনা নয়, ঐন্দ্রিলার অকালমৃত‍্যুর প‍র মীরের এই সিদ্ধান্তে কুর্নিশ নেটপাড়ার

বাংলাহান্ট ডেস্ক: ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) অকাল মৃত‍্যুতে শোকের ছায়া টলি ইন্ডাস্ট্রিতে। রবিবার ২০ নভেম্বর লড়াই শেষ হয়ে যায় অভিনেত্রীর। তাঁকে শেষ বারের মতো দেখতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি কেউই। অনেকে আবার সোশ‍্যাল মিডিয়াতেই প্রকাশ করেছেন শোক। তবে মীর আফসার আলি (Mir Afsar Ali) যে কাজটা করেছেন তার জন‍্য প্রশংসিত হচ্ছেন তিনি।

ঐন্দ্রিলার অকাল মৃত‍্যুতে মন খারাপ মীরেরও। না, তাঁর অসুস্থতার সময়ে সোশ‍্যাল মিডিয়ায় প্রার্থনা করে কোনো পোস্ট তিনি করেননি বটে, কিন্তু তরুণী অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে নিজের ‘গপ্পো মীরের ঠেক’ বন্ধ রাখলেন তিনি। বেশ কয়েক মাস আগেই রেডিও মির্চি ছেড়েছেন মীর। সান সাসপেন্স এ আর শোনা যায় না তাঁর কণ্ঠস্বর।

Aindrila 1
তবে অনুরাগীদের কথা মাথায় রেখে গল্প পাঠ বন্ধ রাখেননি মীর। নিজের সোশ‍্যাল মিডিয়া পেজেই শুরু করেছেন গপ্পো মীরের ঠেক নামে একটি অনুষ্ঠান। সেখানে মাঝে মধ‍্যেই এক একটি গল্প পড়ে শোনান তিনি। কিন্তু রবিবার সন্ধ‍্যায় একটি বার্তা দিয়ে গল্প পাঠের আসর বাতিল করেন মীর।

তিনি লেখেন, ‘ঐন্দ্রিলা নেই। তাই আজ গপ্পো মীরের ঠেক বন্ধ। ওর পরিবার, বন্ধু, স্বজন সামলে উঠুক শোক।’ মীরের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা। গল্প পড়া, শোনার জন‍্য আরো অনেক দিন পড়ে রয়েছে, মন্তব‍্য করেছেন নেটনাগরিকরা।

গত ১ লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ড়য়েছিলেন অভিনেত্রী। হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার মস্তিষ্কে ছড়িয়ে পড়েছিল বিশেষ ক‍্যানসার। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। শনিবার রাতে ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। রবিবার সকাল থেকেই পরিস্থিতি অত‍্যন্ত সঙ্কটজনক হয়ে উঠেছিল। দুপুর ১২ টা ৫৯ মিনিটে থেমে যায় ঐন্দ্রিলার হৃদস্পন্দন।

হাসপাতাল থেকে প্রথমে কুদঘাটে অভিনেত্রীর অ্যাপার্টমেন্টে নিয়ে আসা হয় দেহ। অনেকেই ভিড় করেছিলেন সেখানে। ঐন্দ্রিলাকে শেষ সাজে সজ্জিত করে নিয়ে যাওয়া হয় টেকনিশিয়ান স্টুডিওতে। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয় প্রয়াত অভিনেত্রীকে। তারপর কেওড়াতলা মহাশ্মশানে হয় তাঁর শেষকৃত‍্য। ঐন্দ্রিলার কপালে চন্দন পরিয়ে, পায়ে প্রণাম করে শেষ চুম্বন দিয়ে বিদায় জানান সব‍্যসাচী।


Niranjana Nag

সম্পর্কিত খবর