মির্চি ছেড়ে বিরাট চমক! দার্জিলিং থেকেই নতুন শুরুর ঘোষনা করলেন মীর

বাংলাহান্ট ডেস্ক: ঠিক ২১ দিন আগে এক মেঘলা সকালে বড় ঘোষনাটা করেছিলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। দীর্ঘদিনের রেডিও মির্চির সঙ্গে বন্ধুত্বে এবার ইতি টানতে চলেছেন তিনি। সেই সঙ্গে বিরতি নেবেন রেডিও থেকেও। মন খারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদের। মীরের মির্চি ছাড়া মানে সকালম‍্যান মিস, সানডে সাসপেন্স মিস। সবথেকে বড় ব‍্যাপার, ওই কণ্ঠটা শুনতে শুনতে অভ‍্যাস হয়ে গিয়েছিল সবার। মুষড়ে পড়েছিলেন অনেকেই।

মীর অবশ‍্য জানিয়েছিলেন, নতুন ভাবে ফিরে আসবেন তিনি। তার আগে ২৭ বছর পর ২৭ দিনের একটা ছুটি নেবেন। সময়ের আগেই ফিরলেন। সঙ্গে কথা মতো নতুন চমক। অনেকেই অনুমান করেছিলেন, মির্চি ছেড়ে হয়তো নিজস্ব রেডিও স্টেশন খুলবেন মীর। তবে সবাইকে চমকে দিয়ে রেডিও স্টেশন নয়, ইউটিউব চ‍্যানেল নিয়ে ফিরলেন কৌতুকশিল্পী।

Mir 3
মীরের ব‍্যান্ডেজের নাম কে না জানে? ‘মীরাক্কেল’ থেকে জনপ্রিয়তা পায় এই ব‍্যান্ড। মাদুলি, হ‍্যালো বস বলো বস, অসম শালার মতো গান তৈরি হয়েছিল মীরাক্কেলেই। অনেক জায়গায় স্টেজ শো করতে যান ব‍্যান্ডেজ সহ মীর। এবার ব‍্যান্ডেজের জন‍্য একটি ইউটিউব চ‍্যানেল আনছেন তিনি।

এই মুহূর্তে কর্মসূত্রে দার্জিলিংয়ে রয়েছেন মীর। সেখান থেকেই একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘কথায় আছে যে কোনো অভ্যাস ধারণ করতে নাকি ২১ দিন লাগে। যে কোনো অভ্যাস কাটাতেও নাকি ২১ দিন লাগে। আজ ২১ দিন হল আমি রেডিও ছাড়া। এবার প্রায় ২৮ বছরের অভ্যাস কাটানো জল ছাড়া বেঁচে থাকার মত হবে। উপায়? নতুন কোনো অভ্যাস? নতুন কোনো আশ্রয়/ঠিকানা?’

অগুন্তি অনুরাগীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘বিগত ২১ দিন ধরে যে ভাবে সোশ‍্যাল মিডিয়া জুড়ে তোমরা আমার পাশে দাঁড়িয়েছ, যে ভাবে আমায় আগলে রেখেছ, সেটা বাড়ীর লোকের মত। আমি কৃতজ্ঞতা দেখাচ্ছি না। ওটা ভীষণ ফর্মাল হয়ে যাবে। তার চেয়ে অন্য উপায় বলি?’

এরপরেই সুখবর দিয়েছেন মীর, ‘তোমরা আমায় শুনতে চেয়েছো নিয়মিত রূপে। কথা দিচ্ছি, শুধু শুনতে না, নিয়মিত আমায় দেখতেও পাবে। আসছে ব‍্যান্ডেজ আর মীরের ইউটিউব চ্যানেল। ঠিক যেমন ভাবে আজ থেকে ৫ বছর আগে শুরু করেছিলাম ফুডকা… কোনো স্পন্সর ছাড়া, কোনো ছাতা ছাড়া। কথা দিচ্ছি, নিরাশ হবে না তোমরা। বাকিটা ক্রমশঃ প্রকাশ্য।’

ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে ‘ফুডকা’ নামে একটি ইউটিউব চ‍্যানেল আগে থেকেই রয়েছে মীরের। বিভিন্ন ধরণের খাবার দাবারের সন্ধান দেওয়া আর চেখে দেখা ওই চ‍্যানেলের মূল উদ্দেশ‍্য। এবার আরো একটি ইউটিউব চ‍্যানেল খোলার ঘোষনায় উচ্ছ্বসিত নেটিজেনরা। মীর বলেছিলেন, রেডিও তিনি ছাড়ছেন না। তবে কবে তিনি রেডিওতে ফিরবেন সে ব‍্যাপারেও এখনো খোলসা করে কিছু বলেননি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর