আরো বাড়ল আক্রান্তের সংখ‍্যা? করোনা পরীক্ষা করিয়ে ফলাফল জানালেন মীর

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক টলিউড তারকা করোনা (corona) আক্রান্ত হচ্ছেন। সৃজিত মুখোপাধ‍্যায়, জিৎ গঙ্গোপাধ‍্যায়, দেব, রুক্মিনী মৈত্র, রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়, পার্নো মিত্র, মিমি চক্রবর্তী, শ্রীলেখা মিত্র তালিকাটা ক্রমে বেড়েই চলেছে। এবার করোনা পরীক্ষা করালেন জনপ্রিয় কৌতুক অভিনেতা মীর আফসার আলি (mir afsar ali)। কী এল তাঁর রিপোর্টে?

মীরও কি করোনা আক্রান্ত। না, চিন্তার কোনো কারণ নেই। তিনি সম্পূর্ণ সুস্থ। সোশ‍্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছেন, ‘সতর্কতামূলক আর টি পিসিআর করালাম। আর আমি করোনা নেগেটিভ। যারা গত ৭২ ঘন্টায় আমার সংস্পর্শে এসেছেন তাদের করোনা পরীক্ষা করানোর দরকার নেই।’

1640090518 mir 2
ক‍্যাপশনে মীর লিখেছেন, ‘সুস্থ থাকুন, মাস্ক পরুন। শান্ত থাকুন, এটা বিশ্বের অন্ত নয়।’ আসলে গত কয়েকদিন ধরে সোশ‍্যাল মিডিয়া খুললেই একই জিনিস চোখে পড়ছে। করোনা আক্রান্ত হয়ে এমনি বার্তা দিচ্ছেন তারকারা। সঙ্গে সকলকে সতর্ক করার জন‍্য করোনা পরীক্ষা করানোরও আর্জি জানাচ্ছেন। তাই গুরুগম্ভীর পরিবেশ হালকা করতেই এমন পোস্ট মীরের। তবে মজা করলেও সতর্কবাণী কিন্তু তিনি দিতে ভোলেননি।

https://www.instagram.com/mirchimir13/p/CYbnL7mvqXw/?utm_medium=copy_link

উল্লেখ‍্য, নতুন করে করে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে শ্রীলেখা মিত্র, বনি সেনগুপ্ত ও পিয়া সেনগুপ্তের। সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে করোনা পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করতে করতেও মজা করতে ছাড়েননি শ্রীলেখা। তাঁর দাবি, এমন ভাবে অপেক্ষা কোনো প্রেমিকের জন‍্যও করেননি। রিপোর্ট হাতে পেয়ে কম কথায় ‘পজিটিভ’ জানিয়ে দিয়েছেন তিনি। তবে তিনি জানিয়েছেন, এমনিতে ঠিক আছেন।

সোশ‍্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়ে সতর্ক করেছেন বনি সেনগুপ্তও। তিনি লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। আমি শুটিং করছিলাম, তাই আমার সংস্পর্শে থাকা সবাইকে বলব করোনা পরীক্ষা করিয়ে নিতে আর সতর্ক থাকতে। আমি বাড়িতে আইসোলেশনে রয়েছি, প্রতিদিন চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। সবাইকে অনুরোধ করব যথাযথ সতর্কতামূলক ব‍্যবস্থা নিতে এবং সবসময় মাস্ক পরতে।’

Niranjana Nag

সম্পর্কিত খবর