হিন্দুদের নিয়ে অনেক ব‍্যঙ্গ হয়েছে, সাহস থাকলে ইদের আগে ভিডিও বানান! মীরকে চ‍্যালেঞ্জ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: প্রতিটি ধর্মীয় উৎসবের আগেই নিজস্ব ভঙ্গিতে শুভেচ্ছা জানান আর সমালোচিত হন মীর আফসার আলি (mir afsar ali)। নিজের ধর্ম হোক বা পরের ধর্ম, প্রতিটি উৎসবেই নিজস্ব ভঙ্গিমায় শুভেচ্ছা জানান তিনি। কিন্তু বার্তা সাধারন হোক বা অসাধারন, ট্রোল মীরের নিত‍্যসঙ্গী। এবার শিব দূর্গাকে ব‍্যঙ্গ করে কট্টরপন্থীদের নিশানায় এলেন তিনি।

‘মির্চি খুশির পুজো’র প্রথম এপিসোডে শিব সাজতে দেখা গিয়েছে মীরকে। কালো টিশার্ট, কালো সানগ্লাস পরে, গলায় ডুগডুগি ঝুলিয়েছেন তিনি। সঙ্গে একটি নকল সাপও জড়িয়ে নিয়েছেন গলায়। অপ‍রদিকে আর জে শ্রীকে দেখা গিয়েছে দূর্গা রূপে। কার্তিক হয়েছেন আর জে সায়ক। মা দুগ্গার বাপের বাড়ি যাওয়া নিয়ে নেহাত মজা করেই বানানো হয়েছে ভিডিওটি।

7a15098f 2ae8 4ce7 a9ce 9f2103299b65 1633606614756 1633606627715
কিন্তু ভিডিওটি দেখেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন নেটিজেনদের একাংশ। শিব দূর্গাকে অপমান করেছেন মীর! উঠেছে এমনি অভিযোগ। অনেকেই চ‍্যালেঞ্জ ছুঁড়েছেন মীরকে, সেক‍্যুলার দেশের দোহাই দিয়ে হিন্দু ধর্ম নিয়ে তো অনেক ব‍্যঙ্গ হল, এবার সাহস থাকলে ইদের আগে ভিডিও বানিয়ে দেখান মীর। ধক থাকলে নবি বা যিশুকে নিয়ে ব‍্যঙ্গ করুন!

দিন কয়েক আগেই ছোটবেলায় দূর্গাপুজোর স্মৃতি নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল মীরকে। কিন্তু সেখানেও আপত্তি দেখিয়েছিলেন কিছু মানুষ। মুসলমান হয়ে হিন্দুদের দূর্গাপুজো নিয়ে কথা বলবেন কেন তিনি, কীসের এত মাতামাতি? এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে।

বারংবার এমন আক্রমণে হতাশ মীর। আফশোস করে তিনি লিখেছেন, ‘এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে ধর্ম যার যার নিজের ব্যাপার কিন্তু *উৎসব* সবার। যাই হোক… বড় একটা শিক্ষা হল আমার। অশেষ ধন্যবাদ তাঁদের যাঁরা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনো পরিচয় নেই মীরের। আপনারা ভালো থাকবেন। বড্ড হতাশ হলাম। আবার।’


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর